অনেক কিছু দেখেও চু’প থাকি! মুখ খুললেই কাজ চ’লে যাবে! আজকাল সব নাম কা’মা’তে পড়াশোনা ছে’ড়ে অভিনয় করছে! ইন্ডাস্ট্রি নিয়ে বি’স্ফো’রক শঙ্কর চক্রবর্তী

বাংলা বিনোদন জগতের একজন অত্যন্ত উজ্জ্বল নক্ষ’ত্র তিনি। উনিশের দশক থেকে বর্তমান সময়েও সমানভাবে ছোটপর্দা থেকে বড় পর্দায়, সর্বত্রই কাজ করে যাচ্ছেন তিনি। খ’লনায়ক থেকে সহ অভিনেতা, পর্দায় নানা পার্শ্ব তাঁর অভিনয় মুগ্ধ করেছে বাংলার দর্শকদের। বর্তমানে অভিনেতা বা অভিনেত্রীদের বাবার চরিত্রেও সমানাভাবে জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)

সংসার সং’গ্রা’ম, লো’ফার, মেজো বউ, এমএলএ ফাটাকেষ্ট, শে’ষ অঙ্ক থেকে লাভ এক্সপ্রেস, জিও পাগ’লা, জামাই ৪২০, গেম, বুঁনো হাঁস, কে তুমি নন্দিনী, বেলাশুরু, বেলাশেষ সমস্ত সিনেমাতেই তাঁর অভিনয় ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। এছাড়াও ইষ্টি কুটুম, কৃষ্ণকলি, ফাগুন বউ, ইচ্ছে নদী, সহ একাধিক ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে স্টার জলসার তোমাদের রানীতে দুর্জয়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী।

শীঘ্রই তাঁর অভিনীত এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সিনেমা দাবাড়ু মুক্তি পাবে পর্দায়। সিনেমায় সৌরশেখর গাঙ্গুলির বাবা গৌরীশেখর গাঙ্গুলির চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সিনেমার মতোই বা’স্তব জীবনেও আমি কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করি। আগে এরকমও হয়েছে মুখে’র ও’পর বলেছি বলে সিনেমা বা সিরিয়াল থেকে বে’র করে দিয়েছে।“

তিনি এও বলেন “এখনও যখন দেখি বলতে ইচ্ছে হয় কিন্তু বলিনা। জানি বললে অ’সুবি’ধার সৃ’ষ্টি হবে, আমি বা’দও চলে যেতে পারি। এখানে প্রতি নিয়ত তোমার মানিয়ে নিতে হবে। আমি টাকা জমাইনি, সুতরাং কাজ করে যেতে হবে। আমি মায়ের সঙ্গে অনেক ক’ষ্ট করে সংসার চালিয়েছি। একবেলা খেলে পরের বেলা কি খাব জানতাম না। রাতে কাজ, সকালে স্কুল, টিউশনও পড়িয়েছি। তবে অভিনয়কে ভালোবেসেছিলাম, এটা হয়ত কপাল যে সেখানে কাজ করতে পারছি।“

“আগে বাঙালি ছেলেদের চাকরি করতে হত। অভিনয় পছন্দ করতেন না। কিন্তু এখন দেখতে মায়েরা ৮-৯ এর ছেলেমেয়েদের অভিনয় করতে নিয়ে আসছে। সেই বাচ্চাটা পড়বে কখন সেই দিকে ভ্রু’ক্ষেপ নেই। এখন হয়ে গেলে লেগে গেলে ভালো কিন্তু না হলে খুব বা’জে জায়গা। না হলে কি করবে তাহলে এদের ভবিষ্যৎ কি হবে জানি না। বাড়ির লোকের বোঝা উচিত। এখনকার ছেলেমেয়েদের রীল বানানোতে যতটা ইচ্ছে ততটা অভিনয়ে নেই। জায়গাটা ফাঁ’পা হয়ে গেছে। টিআরপি আছে ব্যাস ওটাই দরকার আর কিছু নেই। তবে ভালো সুযোগের অপেক্ষায় আমি আছি দেখি কি হয়।“ মন্তব্য করেছেন অভিনেতা।

Back to top button