TRP Breaking: লালন ফুলুর বিয়ে শেষ, টিআরপিতে জায়গাও শেষ! হেরে যাওয়ার পরেও দুর্দান্ত কামব্যাক মিঠাইয়ের, গুলি খেয়ে বেঁচে ফিরে আসাই ইউএসপি, বড় চমক টিআরপি তালিকায়

হার কর জিতনেওয়িলো কো লোক বাজিগর কহতে হ্যায়‌। মিঠাই হলো সেই বাজিগর। মাঝে প্রচুর সপ্তাহ মিঠাই টপার হতে পারেনি এবং একটা সময় তো মিঠাই পঞ্চম স্থানে নেমে গেছিল তবে এটা হল মিঠাই, যার পরতে পরতে লুকিয়ে থাকে চমক।

মাঝে দুমাস প্রোমো দেননি নির্মাতারা তার ফলে মিঠাইয়ের কি অবস্থা হয়েছে সকলেই দেখতে পেয়েছিলেন আর তারপরেই পর পর দুটো নতুন প্রোমো দিয়েছেন আর মিঠাই চলে এসেছে। একদম টপারে চলে এসেছে। আরে বাবা ভালো জিনিস কে তো যত্ন করতে হবে না হলে সেটা ভালো ফল দেবে কী করে? বলছেন মিঠাই ভক্তরা। প্রতিপক্ষ ধুলোকণা একদম ধুলোবালির মতো মিশে গেছে। প্রথম পাঁচ থেকেই বেরিয়ে গেছে। এটাই স্বাভাবিক কারণ এখানে আকর্ষণীয় দেখার মত আর কিছু নেই।

বেশি কথা না লিখে আসুন দেখে নিই, কে কেমন ফলাফল করল।

প্রথম পাঁচ সেরা ধারাবাহিক;
১ম •• মিঠাই (৮.৪)
২য় •• লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)
৩য় •• আলতা ফড়িং (৭.৫)
৪র্থ •• গাঁটছড়া (৭.৪)
৫ম •• গৌরী এলো (৭.৩)

5:00 PM : খেলাঘর (১.৬)
5:30 PM : গুড্ডি (৩.২) | দিদি No.1 S9 (২.৯)
6:00 PM : গোধূলি আলাপ (৪.১) | পিলু (৪.২)
6:30 PM : সাহেবের চিঠি (৪.৫) | খেলনা বাড়ি (৫.১)
7:00 PM : গাঁটছড়া (৭.৪) | উমা (৫.৮)
7:30 PM : আলতা ফড়িং (৭.৫) | গৌরী এলো (৭.৩)
8:00 PM : ধুলোকণা (৬.৮) | মিঠাই (৮.৪) 👑
8:30 PM : মন ফাগুন (৫.৯) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৮)
9:00 PM : এক্কা দোক্কা (৫.০) | এই পথ যদি না শেষ হয় (৬.২)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৫.৯) | লালকুঠি (৪.৯)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৯) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.৮)
10:30 PM : বৌমা একঘর (২.৫) | উড়ন তুবড়ি (৪.১)
11:00 PM : জয় গোপাল (১.৯) | শিশু ভোলানাথ (২.১)

✨NON FICTION✨
রান্নাঘর (১.০)
সা রে গা মা পা (৬.৭)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.২)
Ismart Jodi (৩.০)

You cannot copy content of this page