TRP List: ন্যাকা গৌরীই টপার, মা ঘোমটা কালীর মাহাত্ম্য! বড় চমক পেল মিঠাই, মাধবীলতা করল কী?

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এ প্রবাদ বাক্য আমরা বহুদিন বহু কাল ধরে শুনে আসছি। বিশ্বাস করলেএকটা সময় সব মেলে, ঠিক যেরকম টা ঘটল গৌরী এলোর ক্ষেত্রে। এই ধারাবাহিক নিয়ে নিন্দুকদের অভিযোগের শেষ নেই।

সব থেকে প্রধান অভিযোগ হল গৌরী চরিত্রের যিনি অভিনয় করছেন সেই মোহনা মাইতি খুব ন্যাকা। একদম অভিনয় করতে পারে না। কিন্তু আজ যদি মোহনাকে গৌরী এলো থেকে বদলে দেওয়া হয় তাহলে আপনি কিন্তু সিরিয়াল টা দেখবেন না। সিরিয়ালটা গল্প ধর্মীয় মাহাত্ম্য দিয়ে তৈরি তাই বলেই এটা টপার হবে সেটা কিন্তু নয় তাহলে এতদিনে হয়ে যেত। কোথাও গিয়ে অবচেতন মনে গৌরীর প্রতি একটা ভালোবাসা সকলের তৈরি হয়েছে। শৈল মা চরিত্রে চান্দ্রেয়ীর অভিনয় আলাদা করে তারিফ যোগ্য। ঈশানের সঙ্গে গৌরীর ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠার কারণেই আজ টিআরপি লিস্টে প্রথম হয়েছে গৌরী এলো। বাকি কে কী হয়েছে সেটা নিজের চোখেই দেখুন।

5:00 PM : খেলাঘর (১.৬)
5:30 PM : গুড্ডি (৩.৮) | দিদি No.1 S9 (৩.০)
6:00 PM : নবাব নন্দিনী (৪.০) | পিলু (৪.৬)
6:30 PM : সাহেবের চিঠি (৫.৩) | খেলনা বাড়ি (৫.৯)
7:00 PM : গাঁটছড়া (৭.৮) | উমা (৬.৭) [Last Week]
7:30 PM : আলতা ফড়িং (৭.৭) | গৌরী এলো (৮.২)
8:00 PM : ধুলোকণা (৭.২) | মিঠাই (৮.১)
8:30 PM : মাধবীলতা (৬.২) [OPENING] | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)
9:00 PM : এক্কা দোক্কা (৫.৩) | এই পথ যদি না শেষ হয় (৫.৬)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৩) | লালকুঠি (৪.৭)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৪.৩)
10:30 PM : গোধূলি আলাপ (৩.৩) | উড়ন তুবড়ি (৩.৪)
11:00 PM : সাহেবের চিঠি (১.৬) [Repeat] | শিশু ভোলানাথ (২.৩)

রান্নাঘর (১.৩)
সা রে গা মা পা (৬.৩)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৫)
Dance Dance Junior (৪.৫)