Bollywood Gossip: ‘চেহারায় তো কোন নরম ভাব নেই, স্ত’নের আকার আরো বাড়াও নাহলে ছেলেরা দেখবে না সিনেমা’, অভিনয়ের জন্য জনপ্রিয় বলি অভিনেত্রীকে স্ত’নের আকার বড় করতে বলেছিলেন পরিচালক! শুনে লজ্জায় পালান অভিনেত্রী

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী হলেন সন্ধ্যা মৃদুল। যাকে পেজ থ্রি রাগিনী এম এম এস 2 এর মত জনপ্রিয় ছবিতে অভিনয় করতে দেখা গেছে। ১৯৯৫ সালে দিদি ন্যাশনালের সয়াবিমান টিভি সিরিয়াল থেকেই তিনি তার অভিনয় জগত শুরু করেছিলেন। তারপর থেকে একাধিক জনপ্রিয় ছবি এবং টিভি সিরিয়ালে কাজ করেছেন সন্ধ্যা। তবে এই ৪৭ বছর বয়সী অভিনেত্রী কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরের এমন কিছু কথা বললেন যা শুনলে আপনিও চমকে উঠবেন।

Sandhya Mridul Wiki, Biography, Dob, Age, Height, Weight, Affairs and More
আমরা সবাই জানি, বলিউড দেখতে যতটা চকচকে বলিউডের ভেতরে ততটাই অন্ধকারাচ্ছন্ন। সে বিষয়ে একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রায় বারবার মুখ খুলেছেন। সেই ভাবেই এদিন সন্ধ্যা মৃদুল বলেন, তাকে অনেক সময় শুনতে হতো,‘আপনাকে খলনায়িকার মতো দেখতে’, ‘চেহারায় একটু লাস্য চাই’, ‘আপনার তো শরীরই নেই’! এমনকী তাকে এক পরিচালক বু’ব জব করতে বলেছিল।

Happy Birthday Sandhya Mridul: A Look at Some Gorgeous Pictures of the Actress
অভিনেত্রী আরো বলেন, ‘বু’ব জবের কথা শুনেই আমি সাফ না করে দিয়েছিলাম। আমার মাথায় ছিল না আমি কারও জন্য আমার শরীর বদলাব না। কাল তুমি এসে আবার বলবে তোমার নাকটা ভালো না। আমি এসব করব না।’

Sandhya Mridul Wiki, Biography, Dob, Age, Height, Weight, Affairs and More
তিনি তার পেজ থ্রি এবং রাগিনী এমএমএস টু এর অভিনয় অভিজ্ঞতা থেকে বলেন,‘পেজ থ্রি-তে কিছু কিছু দৃশ্যে আমাকে ব্রে’স্ট প্যাড ব্যবহার করতে হয়েছে। যা আমি মেনে নি। রাগিনি এমএমএসেও আমাকে ব্রে’স্ট প্যাড করতে হয়েছে, কারণ চরিত্রের জন্য তেমনতাই প্রয়োজন ছিল। তবে তার মানে এই নয় তুমি আমাকে বু’ব জব করতে বলবে।’

Actress
প্রসঙ্গত তাকে এই মুহূর্তে বড় পর্দা থেকে বেশি ওয়েব সিরিজ এই কাজ করতে দেখা যায়। ২০২০ সালের জি5 এর “মেন্টাল হুড” বলে একটি ওয়েব সিরিজের তিনি অভিনয় করেছিলেন। এবং গতবছর অ্যামাজন প্রাইম এর “তান্ডব” ওয়েব সিরিজে তাকে প্রফেসর সন্ধ্যা নিগম এর ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।