Ayendri Roy: এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা তিনি অথচ প্রথম সিরিয়ালের পরেই ছেড়ে দিয়েছিলেন অভিনয়! ফিরতে চেয়েছিলেন পুরনো কাজেই, আয়েন্দ্রী রায়ের জীবনের গল্প শুনলে মনে হবে রূপকথা

বাংলা বিনোদন জগতে এমন অনেক তারকাদের আমরা পেয়েছি যারা প্রথম কাজের মধ্যে দিয়েই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে দিতে সফল হয়েছে। আবার এমন অনেক তারকারাও রয়েছে যারা সফল হলেও অজান্তেই হারিয়ে গেছে বা স্বেচ্ছায় বিদায় নিয়েছে বিনোদন দুনিয়া থেকে।

এই অভিনেত্রীও তাদের মধ্যেই একজন। যদিও আজ তিনি লাইম-লাইট থেকে একেবারেই আলাদা নন। বরং আজ তিনি এক সফল খলনায়িকা। কিন্তু এই যাত্রা তার পক্ষে সহজ ছিল না। তাই হয়তো হঠাৎ করেই মাথাটা ঘুরে গিয়েছিল তার।

যে নায়িকার কথা আমরা বলছি তিনি হলেন আয়েন্দ্রি রায়। আদরিনী ধারাবাহিক দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার। কিন্তু প্রথম কাজের পরেই পেশা বদলে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তবু নিয়তি বলে একটা কথা আছে সেটা আমাদের সকলকেই মানতে হয়।

Ayendri lavnia Roy posted on Instagram: “Feel beautiful always girls..” • See all of @ayendri98's photos and videos o… | How to feel beautiful, Beautiful, Instagram
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে এই নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন আয়েন্দ্রি রায়। সেখানেই নিজের জীবনের এই বড় সময়ের কথা জানিয়েছিলেন অপপটে। জানিয়েছেন বাঙালি হলেও ছোট থেকেই তিনি বড় হয়েছেন ভারতের বিভিন্ন শহরে। থেকেছেন গোয়া হায়দরাবাদ দক্ষিণ ভারতের কোন না কোন শহরে। বাবা প্রাক্তন সাংবাদিক এবং মা স্কুলের শিক্ষিকা।

Actress Ayendri Lavnia Roy joins the cast of Khelna Bari
অনেক ছোট বয়স থেকে মডেলিং এর প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল নায়িকার মধ্যে। তাই খুব কম বয়স থেকেই মডেলিং যে পেশা করে এগিয়ে গিয়েছিলেন তিনি। অনেক বড় বড় সংস্থার বিজ্ঞাপনেও কাজ শুরু করেছিলেন তিনি। তবে পাশাপাশি অভিনয়টাও ছোটবেলা থেকেই ভালোবাসতেন। তাই স্টার জলসা থেকে আসা অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি।

তবে নায়িকার আগে তার পরিবারে কেউ অভিনয় পেশার সঙ্গে যুক্ত ছিল না। যেহেতু বাবা সাংবাদিক ছিলেন তাই তিনিও চেয়েছিলেন মেয়ে তার মত হোক। উপরন্তু মেয়ের অভিনয় পেশাকে একেবারেই পছন্দ করেননি তিনি। আয়েন্দ্রি রায় জানিয়েছেন এ ব্যাপারে মাকে সবসময় পাশে পেয়েছেন নায়িকা। কিন্তু প্রথম ধারাবাহিক করার পর নায়িকার মনে বড়সড়ো একটা চিন্তা তৈরি হয়েছিল।

আসলে প্রথম দিকে তিনি কিছু জানতেন না তাই অডিশন বা পোর্টফোলিও সম্পর্কে কোন জ্ঞান ছিল না। প্রথম ধারাবাহিক করার পর হঠাৎ মনে হয়েছিল এই জগত তার জন্য নয়। তাই আবার মডেলিং কেরিয়ারে ফোকাস করতে চেয়েছিলেন আয়েন্দ্রি রায়। কিন্তু সেই সময়ই সৌভাগ্যবশত আমি সিরাজের বেগম সিরিয়ালের প্রস্তাব আসে তার কাছে।। রেহানা চরিত্রটি করার পর ব্যাপক প্রশংসা পেয়েছিলেন দর্শকদের তরফ থেকে। পরবর্তীতে তিতলি, গ্রামের রানী বীণাপাণি, আলতাফড়িং এবং এই মুহূর্তে খেলনা বাড়িতে অভিনয় করছেন এই নায়িকা।