বর্তমানে স্বর্ণযুগের অভিনেতা অভিনেত্রীরা অনেকেই ছোট পর্দায় অভিনয় করছেন। তাদের কাছে অভিনয়টাই মুখ্য কথা সেখানে বড় পর্দা ছোট পর্দা গৌণ। লিলি চক্রবর্তী অনুরাধা রায় এর মত অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন। ছোট পর্দায় আবার ফিরে আসছেন চুমকি চৌধুরী।
অঞ্জন চৌধুরীর মেয়ে অভিনেত্রী চুমকি চৌধুরী কেবলমাত্র বাবার সিনেমাতে অভিনয় করে বিখ্যাত হতে পেরেছিলেন। বর্তমানে তাকে বেশ কিছু সিরিয়ালে দেখা গেছে। এখন আবার তাকে দেখা যাবে আলতা ফড়িং ধারাবাহিকে।

এই ধারাবাহিকে খুব সম্ভবত অভিষেকের মা হয়ে আসছেন তিনি কারণ যখন ফড়িংকে উদ্ধার করে অভিষেক নিজের বাড়িতে নিয়ে আসবে আর পরের দিন সকালবেলা ফড়িং সেখান থেকে বেরিয়ে যাবে তখন চুমকি চৌধুরী এসে সামনে দাঁড়াবেন তাকে আটকে দেবেন। অনুমান করছেন অভিষেকের মা হয়ে আসছেন তিনি।






‘রবীন্দ্রনাথ আর সলিল চৌধুরীর পরেই আমি, ওই দু’জনের পর কবীর সুমন নামটাই তো স্বাভাবিক!’ কবীর সুমনের বিতর্কিত দাবি! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় সমাজ মাধ্যমে, শিল্পীর বক্তব্যে আহত বাঙালির আবেগ?