স্টেজের ওপর ৬ স্কুল ছাত্রী ছোট স্কার্ট পরে নাচ করছে। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে আর কতক্ষণই বা লাগে? কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়েছে সম্পূর্ণ অন্য কারণে। প্রথমদিকে বিষয়টি উপভোগ্য হলেও ঘটল তাতে চোখ ছানাবড়া হয়ে যাবে আপনার।
ভিডিওটি একটি স্কুলের নাচের কোনো এক অনুষ্ঠানের। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে নাচের প্রতিযোগিতায় স্টেজের উপরে ৬টি মেয়ে মিনি স্কার্ট পরে উঠেছে। এর পর সেই ৬টি মেয়ে স্টেজের উপরে নিজেদের জায়গায় দাঁড়িয়ে নৃত্য পরিবেশন করতে থাকে। এদিকে উপস্থিত সকল দর্শক সেই নাচ বেশ উপভোগ করতে থাকেন। কিন্তু সেই আনন্দের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘটে যায় একটি মারাত্মক ঘটনা। কেউ কিছু বোঝার আগেই চোখের পলকে মেয়েগুলি নাচ করার সময়ই ভেঙ্গে পড়ে সেই মঞ্চ। ভিডিওটি কোথাকার সেটা জানা যায়নি।
সেই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছে প্রায় লাখের বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ভাইরাল হওয়া সেই ভিডিওতে লাখের বেশি লাইক ও কমেন্ট পড়েছে। অনেকেই বলছেন যে তারা নাচতে নাচতে এমন পড়ে যাবে এই ঘটনা হয়তো তারা জীবনে কল্পনাও করেনি। এ ছাড়াও এক জন সেই ভিডিওতে আবার মজার ছলে লিখেছেন যে এমন ধরনের ঘটনা রোজ ঘটলে ভূমিকম্প হওয়াও অস্বাভাবিক নয়।
“আমি এতদিন যা বলেছি ঠিক বলেছি…কোনও আক্ষেপ নেই, আবারও বলব!” “আজকাল কেউ কু’কুরকে “কু’কুর” বললেও লোকে তেড়ে আসে!”— দীর্ঘদিনের বিতর্ক নিয়ে অকপট মমতা শঙ্কর! সমালোচনার জবাবে মুখ খুলতেই ফের জড়ালেন নয়া বিতর্কে!