Rohan Bhattacharya: বাংলার ঘরের ছেলের এবার বলিউড পারি, সোজা ‘ যশরাজ ‘ – এ চান্স পেলো “ভাসান বাপি” রোহণ

বাংলা ধারাবাহিকের অন্যতম মূল বৈশিষ্ট্য হল এখানের চরিত্রগুলি দর্শকদের পরিবার হয়ে ওঠে। তাঁদের কষ্টে নিজেরাও ভেবে ভেবে হয়রান হন যে কী উপায়! আবার তাঁদের আনন্দেও নিজের মেজাজ ফুরফুরে করে ফেলেন।

অপুর স্বামী দীপু কিংবা ভাসান বাপি , আবার কখনও গোবিন্দ হল এমনই একটি চরিত্র। এই চরিত্রগুলিতে অভিনয় করেছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। এছাড়াও হোস্টেল ডেইজ ওয়েব সিরিজ ও দেবের ‘বাঘাযতীন’-এ কাজ করেও তিনি বেশ পরিচিত মুখ হয়ে গিয়েছেন।

কিন্তু সম্প্রতি তিনি আরও একটি বোম ফাটালেন। কাজ করতে চলেছেন বলিউডে। তাও ছোটখাট কোনও চরিত্রে নয়, একেবারে মুখ্য চরিত্রে। আসলে এর আগাম আভাস যদিও অভিনেতা নিজেই দিয়েছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।

বিগত কিছু সময় যাবৎ একটু বেশিই মুম্বইয়ে আনাগোনা দেখা যাচ্ছিল তাঁর। মুম্বইয়ের ‘ যশরাজ ‘ স্টুডিওর সামনে দাঁড়িয়েও ছবি তুলেছিলেন তিনি। সে ছবি ভাগও করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়া।

তাহলে কি তাঁকে যশোরাজ প্রোডাকশনেরই কোন কাজে মুখ্য চরিত্র দেখা যাবে? এই বিষয়ে যদিও অভিনেতা সংবাদমাধ্যমকে সরাসরি কিছু বলেননি। বরং স্পষ্ট কথাই জানিয়ে দিয়েছেন, আপাতত এইটুকুই। এর বেশি জানানো বারণ আছে।