মাঝরাস্তায় গাড়ি আটকে প্রমাণসহ সূর্যকে কঠিন চ্যালেঞ্জ দীপার! সূর্যের ভয়ানক রূপ দমনে লাবণ্যও দীপার পাশে

সম্প্রতি সামনে এসেছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chowa) চমকদার প্রোমো। স্টার জলসার জনপ্রিয় এক চর্চিত ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। দর্শক চাইলেও লেখক এখনই সূর্য ও দীপার মিল করাতে প্রস্তুত নয়। তিনি গল্পে আনতে চান আরও ট্যুইস্ট। সূর্য ও দীপার মধ্যে সমস্যার দরুন কষ্ট পাচ্ছে তাদের খুদে দুই সন্তান। একদিকে রূপা সকল সত্যি জানার পরও নিজের বাবাকে অর্থাৎ সূর্যকে বাবা বলে ডাকতে পারছে না। অন্যদিকে সোনা নিজের মা অর্থাৎ দীপার কাছে যেতে পারছে না।

দীপা ও সূর্যের মাঝে পড়ে এখন তাদের দুই খুদে সন্তানের শোচনীয় মানসিক অবস্থা। সেনগুপ্ত বাড়ির সকলেই চাইছে যাতে সূর্য-দীপা এক হয়। উল্লেখ্য, প্রথম থেকেই বাংলার সেরা তকমা পেয়ে আসছে এই ধারাবাহিক। যদিও বর্তমানে একইরকমের কিছু পর্বের জন্য বোরিং হয়ে উঠেছে ধারাবাহিক। তবে এবার শোনা যাচ্ছে, গল্পে খুব শীঘ্রই আসতে চলেছে নতুন মোড়। ইতিমধ্যে দুই মেয়ের সামনে এসেছে সূর্য ও দীপার নানান সত্য। কিন্তু সূর্য এখনও জেদের বশে অন্ধ হয়ে বসে রয়েছে।

সত্যের মুখোমুখি সূর্য

দীপার প্রতি ভালোবাসা থাকলেও পুরোনো কথাকে নিয়েই সে দীপার প্রতি এখনও রেগে। তবে এবার লেখিকা গল্পের মোড় ঘোরাতে চলেছে। ‘অনুরাগের ছোঁয়া’র একঘেঁয়ে পর্ব দেখে এবার বিরক্তি জন্মেছে দর্শকদের মনেও। প্রথম থেকেই সূর্য ও দীপার মধ্যে এই দূরত্ব তৈরী হওয়ার কারণ মিশকা, যে সূর্যের বেস্ট ফ্রেন্ড ছিল। সম্প্রতি সূর্য জেনে গিয়েছে সোনা ও রূপা দীপার সন্তান। কিন্তু তাদের বাবা যে সূর্যই, তা সে মানতে চায় না। মিশকার কথায় সে ভাবে, দুজনে কবিরের সন্তান।

সূর্যের ভয়ংকর পদক্ষেপ

সন্তানদের সম্পর্কে সব সত্যি কথা শুনে সূর্য সকলের উপর আরও রেগে যায়। ১৫ আগস্টের দিন স্কুলের পোগ্রামে দীপা জানতে পারে সূর্য সব জেনে গিয়েছে। এরপর রেগে গিয়ে সোনা রূপাকে দীপার থেকে দূরে করে দিতে চায় সূর্য। আমরা আগেই প্রোমোতে দেখেছি, সোনা ও রূপাকে দীপার থেকে আলাদা করতে সূর্য নিল এক ভয়ংকর পদক্ষেপ। কাউকে কিছু না জানিয়ে সোনা ও রূপাকে নিয়ে সূর্য চলে যেতে চায় অনেকদূরে। সে দীপার থেকে দুজনকে দূরে করতে নিল ভংয়কর এই পদক্ষেপ।

দীপা ও লাবণ্যের কড়া পদক্ষেপ

দীপা সোনা-রূপাকে খুঁজে না পেয়ে চিন্তায় পরে যায়। সে বুঝতে পারে সূর্যই এ কাজ করেছে। আর তাই সে তাড়াতাড়ি করে সূর্যকে আটকাতে যায়। মাঝপথে সূর্যকে আটকে সে সন্তানদের সমস্ত রিপোর্ট সূর্যের সামনে রাখে। সন্তানদের পিতৃপরিচয় দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন, তাই দীপা করবে বলে সিদ্ধান্ত নেয়। এবং লাবণ্যও সূর্যকে আটকাতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে। তবে কি এবার নিজের সম্মান রক্ষার্থে, সন্তানদের জন্য সূর্যকে কড়াভাবে জবাব দিতে চলেছে দীপা?

You cannot copy content of this page