স্টার জলসার (Star Jalsha) পর্দায় তার ধারাবাহিক শেষ হয়েছে বেশ কয়েক মাস হল। আর এবার জলসার হিট এই নায়িকা ফিরতে চলেছেন জি বাংলার (Zee Bangla ) ধারাবাহিকে। নাচ, গান, জিমন্যাস্টিকে তুখোড় এই নায়িকার নতুন ধারাবাহিক এবার আসতে চলেছে জি বাংলার পর্দায় ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশন হাউসের হাত ধরে।
আন্দাজ করতেই পারছেন কার কথা বলছি। তিনি অভিনেত্রী খেয়ালী মন্ডল। স্টার জলসার পর্দায় আলতা ফড়িং ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় হাতে খড়ি হয়েছিল তার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চম্পাহাটি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কুস্তিয়া গ্রামের মেয়ে খেয়ালি খুব অল্প সময়েই দর্শকদের নয়নের মণি হয়ে ওঠেন আলতা ফড়িং ধারাবাহিকে নিজের দারুন অভিনয়ের জন্য। আর এবার জলসা ছেড়ে জি বাংলার পর্দায় আসছেন তিনি।
উল্লেখ্য, ‘বিন্দাস ডান্স সিজন ১’ র প্রতিযোগী ছিলেন খেয়ালি। এই রিয়ালিটি শো-এর মঞ্চ থেকেই প্রথমবারের মতো জনপ্রিয়তা পান অভিনেত্রী। এরপরই আসে অভিনয়ের অফার। সফল ছিল তার অভিনয় যাত্রা। আর এবার ফের একবার এই প্রতিভাময়ী অভিনেত্রীর দেখা মিলতে চলেছে। উল্লেখ্য , আগে জানা গিয়েছিল, জি বাংলায় আসছে টেন্টের একটি নতুন ধারাবাহিক। আর সেই নতুন ধারাবাহিকেই দেখা মিলবে তার। কিন্তু বর্তমানে জানা গেছে, টাইম স্লট নিয়ে প্রোডাকশনের সঙ্গে চ্যানেলের সমস্যা হওয়ার কারণে এই ধারাবাহিকটি চ্যানেল ক্রিস্টাল ড্রিমস প্রোডাকশনকে দিয়ে দিয়েছে জি বাংলা।
ছোট পর্দার জনপ্রিয় এই নায়িকার সঙ্গে এবার নায়কের ভূমিকায় থাকছেন বড় পর্দা এবং ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ জনপ্রিয় অভিনেতা অনুভব কাঞ্জিলাল। এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবারের মতো ধারাবাহিকের দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন অনুভব। ইতিমধ্যেই প্রোমো শুট হয়ে গেছে। খুব শীঘ্রই আসন্ন ধারাবাহিকের নতুন প্রোমো আসতে চলেছে জি বাংলার পর্দায়।
‘গুলদস্তা’, ‘সহবাস’-এর মতো প্রোজেক্ট এর আগে অভিনয় করতে দেখা গেছে অনুভবকে।এই মুহূর্তে তিনি ব্যস্ত ‘বড়বাবু’ এবং ‘সাজঘর’ নামক দুটি ছবির শুটিংয়ে। জানা গেছে আসন্ন এই ধারাবাহিকে অনুভব-খেয়ালি ছাড়াও থাকছেন মিঠাই , পিলু খ্যাত জনপ্রিয় অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার।