Tomader Rani: ‘ডাক্তার নয়, বনেদি বাড়ির বউ’! বাবার বিরুদ্ধে রাণীর লড়াই শুরু! প্রোমোতে দেখা মিলল ‘কবির সিং’ দুর্জয়েরও

আজ জলসা পার করলো তাদের ১৫ বছর। ধারাবাহিকের চিরাচরিত গল্পের ছক ভেঙে নতুনত্বের স্বাদ এনেছিল এই ধারাবাহিক। আজ থেকে অর্থাৎ ৮ই সেপ্টেম্বর থেকে স্টার জলসা পর্দায় (Star Jalsha) শুরু হয়েছে প্রোমোতেই দর্শকদের মনে ঝড় তোলা দীর্ঘ প্রতীক্ষিত ধারাবাহিক তোমাদের রানী (Tomader Rani)

এই ধারাবাহিক যে নিঃসন্দেহে দর্শকদের ভালো লাগবে তা বলাই যায়। এই ধারাবাহিকের সাম্প্রতিক প্রোমোতে দেখা গেছে, এই ধারাবাহিকের নায়ক একজন সফল চিকিৎসক। অত্যন্ত অল্প বয়সেই একজন নামকরা চিকিৎসক হয়ে উঠেছে সে। দুর্জয় একজন নামী কার্ডিওলজিস্ট। তবে দোষের মধ্যে সে একটু বেশিই মাথা গরম করে ফেলে অল্পতে।

Tomader Rani

এই ধারাবাহিকের নায়িকা রানী চোখ জোড়া স্বপ্ন চিকিৎসক হওয়ার। পড়াশোনাতেও বেশ ভালোবাসে। এক‌ইরকমভাবে স্বতঃস্ফূর্ত এবং প্রাণোচ্ছল। পড়াশোনায় সে কিন্তু সেরা। উচ্চ মাধ্যমিকে গোটা জেলায় সে প্রথম হয়েছে। দারুন খুশি সে। ভীষণ রকম প্রাণখোলা এই মেয়েটি নিজের স্বপ্নে বিভোর।

যদিও প্রোমোতে দেখা গেছে তার পরিবার ভীষণ রকম রক্ষণশীল। তার চিকিৎসক হ‌ওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেনি তার বাবা। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় রানীর। তার বাবা থাকে স্পষ্ট বলে দেয় চিকিৎসক নয় কোন‌ও বনেদি বাড়ির বউ হতে হবে তাকে।

রানীর বাড়ির নিয়ম অনুযায়ী মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর তাই সেই রীতি মেনেই নায়িকার বাবাও নায়িকার বিয়ে ঠিক করে ফেলে কলকাতায়। নায়িকাও কলকাতায় যেতে চায়। কিন্তু বিয়ে করে নয় বরং ডাক্তারির জন্য পড়াশোনা করার জন্য। আর সেখানেই তার সঙ্গে গল্পের নায়ক দুর্জয়ের আলাপ। এক সফল চিকিৎসক কি আর একজন হবু চিকিৎসকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে নাকি তার জীবনকে আরও কঠিন করে তুলবে সেটাই এখন দেখার!