টিআরপিতে চমক! বেঙ্গল টপার না হলেও ‘কার কাছে কই মনের কথা’ ও ‘তোমাদের রাণী’র জয়জয়কার

চ্যানেলে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। আর তাই প্রতি সপ্তাহের টিআরপি (TRP)-তেও থাকছে দারুন দারুন চমক। এই টিআরপির উপর নির্ভর করে কোন ধারাবাহিক স্থায়ী হবে আর কোন ধারাবাহিক ইতির খাতায় নাম লেখাবে। স্টার জলসা (Star Jalsha)জি বাংলায় (Zee Bangla) একের পর এক নতুন নতুন ধারাবাহিক আসছে। কিছুদিন আগেই জি বাংলায় এসেছে ‘কার কাছে কি মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)।

সম্প্রতি জি বাংলায় এসেছে আরও একটি সিরিয়াল ‘মিলি’ (Mili)। পাশাপাশি স্টার জলসায় এসেছে ‘লাভ বিয়ে আজকাল’ (Love biye aajkal), ‘তোমাদের রানী’ (Tomader Rani), ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi thoi Bhalobasa)। অপেক্ষায় রয়েছে আরও বেশ কয়েকটি ধারাবাহিক। টিআরপি কম হলেই সেই ধারাবাহিককে সরিয়ে জায়গা করে নেবে নতুন ধারাবাহিক। স্টার জলসার বেঙ্গল টপার ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa), অন্যদিকে জি বাংলার টপার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)

বেশ কিছু সপ্তাহ ধরে অনুরাগের ছোঁয়াকে টপকে দিচ্ছিল জগদ্ধাত্রী। তবে চলতি সপ্তাহে ফের ৮.৭ স্কোর করে জগদ্ধাত্রীকে টপকে প্রথম স্থান অর্জন করল ‘অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী রেটিং হল ৮.২। তৃতীয় স্থানে জি বাংলার ‘ফুলকি’ ৭.৯। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ নম্বর ৭.৮। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার সন্ধ্যাতারা, যার রেটিং ৭.৩।

আরো পড়ুন:শাশুড়ি শুনল শিমুলের মনের কথা! ছেলেদের বিরুদ্ধে এক্স প্রেমিকের কাছে যাওয়ার অনুমতি! ধুন্ধুমার পর্ব

ষষ্ঠ স্থানে স্থানে রয়েছে ‘রাঙা বউ’ ও জি বাংলার কিছুদিন আগেই শুরু হওয়া ‘কার কাছে কই মনের কথা’, যার রেটিং ৭.১। অল্প দিনেই বেশ ভালো স্কোর করেছে টিআরপিতে। সপ্তম স্থানে হরগৌরী পাইস হোটেল, যার রেটিং ৬.৬। অষ্টম স্থানে খেলনা বাড়ি, ৬.৫। নবম স্থানে রয়েছে সদ্য শুরু হওয়া ‘লাভ বিয়ে আজকাল’, ৬.৩। দশম স্থানে রয়েছে তুঁতে, যার রেটিং ৬.১।

টিআরপির ১১ নম্বর স্থানে বাংলা মিডিয়াম, যার রেটিং ৫.৯। ১২তম স্থানে ইচ্ছে পুতুল, যার রেটিং ৫.৫। ১৩ তম স্থানে রয়েছে সদ্য শুরু হওয়া স্টার জলসার ‘তোমাদের রানী’, যার রেটিং ৫.১। ১৪ তম স্থানে ‘শ্রীমান কমলা ও পৃথ্বীরাজ’, যার রেটিং ৪.৯। ১৫ তম স্থানে জি বাংলার ‘মুকুট’, যার রেটিং ৪.৭। ১৬ তম স্থানে রয়েছে ‘গৌরী এল’, যার রেটিং ৪.২। ১৭ তম স্থানে ‘মন দিতে চাই’, যার রেটিং ৩.৯। ১৮ তম স্থানে ‘গাঁটছড়া, যার রেটিং ৩.৭। ১৯ তম স্থানে ‘রামপ্রসাদ’, ৩.১। ২০ তম স্থানে শ্রী কৃষ্ণ লীলা, ২.৬। ২১তম স্থানে ‘বোঝে না সে বোঝে না’, ২.০।

Back to top button