সিরিয়ালের পাশে থাকেন মহিলারা, কিন্তু আজ তাদের লড়াইয়েই পাশে নেই কোনও সিরিয়ালের নায়িকা! সবাই মত্ত রিলসে

সারাদিনের কাজ মিটিয়ে, সন্ধ্যে হলে তারা টিভির (Television) পর্দার সামনে বসেন রিমোট নিয়ে। সন্ধ্যে ছটা থেকে সাড়ে দশটা আর রিমোট হাতে পাওয়ার জো নেই বাড়ির অন্য কারর। বাঙালি মধ্যবিত্ত বাড়িতে এই চিত্র রোজকারের। সিরিয়ালের নায়িকা চরিত্রগুলো যেন হয়ে ওঠে ঘরের মেয়ে। তাদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার শরিক হন।

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য রাজনীতি। মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় প্রতিবাদে সরব টলিউড থেকে বলিউড। তবে মুখে কুলুপ সিরিয়াল জগতের নায়িকাদের। নেই মহিলা চিকিৎসককে নিয়ে একটি পোস্টও। যাদের ঘিরে সমাজমাধ্যমে এত মাতামাতি সেই সৌমীতৃষা-তন্বিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।

সিরিয়ালের পাশে থাকেন মহিলারা, কিন্তু আজ মহিলাদের লড়াইয়ে পাশে নেই কোনও সিরিয়ালের নায়িকা! বাংলা ধারাবাহিকের প্রথম সারির নায়ক-নায়িকারা মেতে রীলসে! কামাতে ব্যস্ত ভিউ? টাকার লোভ নাকি অন্যকিছু? সমাজের এহেন উত্তপ্ত মুহূর্তে কেন শিরদাঁড়া সোজা করে রাখতে পারছেন না তারা? প্রশ্ন তুলছেন আমজনতা।

নেটিজেনদের একাংশ এই প্রশ্নে বিদ্ধ করছেন ধারাবাহিক জগতের নক্ষত্রদের। এই মুহূর্তে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সংস্থা উইনডোজের তরফ থেকে জানানো হয়েছে, ‘আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিচার চাই। আমরা মৃতের পরিবারের পাশে আছি থাকতে আসন্ন ছবি বহুরূপীর টিজার মুক্তি স্থগিত রাখলাম।’

আরও পড়ুন: আরজি কর নিয়ে সোচ্চার সোনাক্ষী সিনহা, সমাজমাধ্যমে কী লিখলেন অভিনেত্রী?

আসন্ন ছবি খাদানের ট্রেলার মুক্তিও পিছিয়েছেন অভিনেতা দেব ও তাঁর সংস্থা। তবে শুধু বিনোদন জগতের তারকারা নন। মুখে কুলুপ এঁটেছেন নামজাদা মহিলা রাজনৈতিক ব্যক্তিত্বরাও। ‘কোথায় সায়নী ঘোষ? কোথায় নুসরাত জাহান? কোথায় কৌশানী মুখার্জি? মহুয়া মৈত্র, মিমি চক্রবর্তী ও রচনা ব্যানার্জিরা?’ প্রশ্ন উঠেছে নেটিজেনরাও।