Breaking: কবে কোন সময়ে টেলিভিশনে আসছে ‘আনন্দী’? ঘোষণা হল দিনক্ষণ! অন্বেষা-ঋত্বিকের জুটিকে জায়গা দিতে শেষ হচ্ছে কোন মেগা?

জি বাংলায় (Zee Bangla) আসছে নতুন মেগা। অনেকদিন পর টেলিভিশনে কামব্যাক করছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writick Mukherjee) ও অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। দর্শক মহলে যারা পরিচিত উর্মী-সাত্যকী জুটি নামে। সেপ্টেম্বরের শুরু হবে নতুন মেগার সফর।

অভিনেতা যিশু সেনগুপ্তের সাথে বিবাহ বিচ্ছেদের পর নিজ প্রোডাকশন হাউজ খুলেছেন নীলাঞ্জনা। নাম দিয়েছেন ‘নিনি চিনি মাম্মাস প্রোডাকশন’। সেই প্রোডাকশনের প্রথম ধারাবাহিক হিসেবে ‘আনন্দী’ (Anandi) আসছে টেলিভিশন পর্দায়। এর আগে শোনা গিয়েছিল, আগস্টের শেষদিকেই আসবে নতুন ধারাবাহিক। নীলাঞ্জনার প্রোডাকশনের হাত ধরে আবার ছোট পর্দায় আসার কথা ছিল এই ধারাবাহিকের। যদিও সম্প্রচারিত হতে কিছুটা দেরি হয়ে গেল এই মেগার।

tollywood-actor-rittik-mukherjee-talk-about-his-upcoming-serial-anandi-on-zee-bangla

হাসিমুখে চিকিৎসার গল্প শোনাতে টেলিভিশন পর্দায় আসছে নতুন মেগা। ‘আনন্দীর’ হাত ধরে আরো একবার সিরিয়াল জগতে ফিরছেন টেলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা। এর আগে ঋত্বিক ও অন্বেষাকে দেখা গিয়েছিল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে। রাতারাতি জনপ্রিয় হয় এই জুটি।

annwesha and Writick in anandi

কবে থেকে টেলিভিশনে আসছে ‘আনন্দী’ (Anandi)?

আগষ্টের শেষ দিকেই আসার কথা ছিল নতুন মেগা আনন্দীর‌। প্রথমে শোনা যাচ্ছিল, ‘অমর সঙ্গীর’ মতো দুপুরের স্লটে আসবে আনন্দী। পরে শোনা যায়, চ্যানেলের সাথে সময়ের বনিবনা না হওয়ায় এবং অভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য থমকে গেছিল ধারাবাহিকের কাজ। ফলে সময় মতো আসা হয়নি আনন্দীর। তবে এখন শোনা যাচ্ছে সন্ধ্যার স্লটেই দেখানো হবে নতুন মেগা। শোনা যাচ্ছে, সন্ধ্যা সাড়ে ৬টার স্লটে দেখানো হবে ‘আনন্দী’।‌ যার জন্য শেষ হতে চলেছে ‘কে প্রথম কাছে এসেছি’।‌

Urmi and sattayoki

আরও পড়ুনঃ দীর্ঘদিন পর টেলিভিশনে কাম ব্যাক করছেন শোলাঙ্কি রায়! গাঁটছড়ার পর আবার ছোটপর্দায়!

আপাতত খবর, চার মাসের মাথায় শেষ হচ্ছে মোহনা মাইতির ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’। আনন্দী দেখানোর জন্য সন্ধ্যে সাড়ে ছটার স্লট কনফার্ম করল জি বাংলা। এখন দেখা যাক ‘কে প্রথম কাছে এসেছি’ শেষ হয় অন্য সময়ে দেখানো হয়। তাই আর শুধু কয়েকদিনের অপেক্ষা ঋত্বিক-অন্বেষার হিট জুটি ম্যাজিক দেখাতে আসছে ছোট পর্দায়।

Back to top button