বাংলা টেলিভিশন (Bengali Television) বাঙালি দর্শকদের কাছে জীবনদায়ী ওষুধের মতো। আসলে এই টেলিভিশনের পর্দায় দুই নামজাদা চ্যানেলে চলা একাধিক ধারাবাহিক বাঙালি দর্শকদের কাছে ভীষণভাবে জনপ্রিয়। একটা সময় বাংলা ধারাবাহিকের একটু ভাটা চললেও এই মুহূর্তে কিন্তু জমজমাট ধারাবাহিকের বাজার।
একের পর এক নিত্য নতুন ধারাবাহিকে টিআরপি এখন জমে ক্ষীর। দুই চ্যানেলের মধ্যেই এখন নিরন্তর লড়াই চলছে সেরা হওয়ার। এই আজকে একটি চ্যানেলের একটি ধারাবাহিক এগিয়ে যায় তো পরের দিন পিছিয়ে পড়ে। আবার অন্য একটি ধারাবাহিক ফের সেরার জায়গা ছিনিয়ে নেওয়ার জন্য দৌড় দেয়।
তবে সাম্প্রতিক সময় বাংলা টেলিভিশনের পর্দায় একাধিক এমন ধারাবাহিক এসেছে যে ধারাবাহিকগুলিকে নিয়ে আগাম অনুমান করা হয়েছিল যে এই ধারাবাহিকগুলি একেবারেই বাংলা টেলিভিশনের বাজার দখল করতে পারবে না এবং খুব সহজেই হেরে ময়দান ছাড়বে। তবে বাঙালি দর্শকদের এই অনুমান যে একেবারেই ভুল তার হাতেনাতে প্রমাণ দিচ্ছে টিআরপি তালিকা।
সম্প্রতি বাংলা টেলিভিশনের পর্দায় পরিনীতা, শুভ বিবাহ, রাঙামতি তীরন্দাজ এমন তিনটি ধারাবাহিক যে ধারাবাহিকগুলিকে নিয়ে দর্শকরা আগাম অনুমান করে বলে দিয়েছিলেন একেবারে গো হারান হারবে এই ধারাবাহিকগুলো। সুপার ফ্লপ হবে। তবে সেই অনুমানকে একেবারে মিথ্যে প্রমাণ করে টিআরপি দাপিয়ে বেড়াচ্ছে এই তিন ধারাবাহিক।
আরও পড়ুনঃ দুঃসংবাদ, সংগীত মহলে ফের নক্ষত্রপতন, প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী
শুরুর প্রথম সপ্তাহেই দারুণ ফল করেছে গৃহ প্রবেশ। শুরুর পর থেকেই ভালো ফল করছে এর রাঙামতি তীরন্দাজ ও পরিনীতা। বিউটি হয়েই ধারাবাহিক গুলির প্রোমো অন এয়ার হওয়ার পরেই দর্শকরা বলে দিয়েছিলেন সুপার ফ্লপ হবে ধারাবাহিক গুলো। তবে ফল হয়েছে একেবারে উল্টো। অভিনেতা অভিনেত্রীদের অভিনয়, কনটেন্টের জোরে হিট এই ধারাবাহিকগুলি। অর্থাৎ দর্শকদের আন্দাজ যে মেলেনি তা বলাই বাহুল্য।