বাগদেবীর আরাধনাতে টলিপাড়ার কমবেশি সবাই মত্ত। সেরকমই অভিনেত্রী দেবিকা মুখার্জী (Debika Mukherjee) সাক্ষাৎকারে তুলে ধরলেন তার বাড়ির আয়োজন। তাকে এই পূজো নিয়ে প্রশ্ন করা হলে তার উত্তরে বলেন “সরস্বতী পুজো তার কাছে ঠিক দুর্গাপুজোর মতনই নিজের পুজো।”
নস্টালজিক আড্ডায় দেবিকা মুখার্জি!
নিজের গান এবং নাচ নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে বলেন “অভিনয়ের জন্য নাচ করতে হয়েছে ঠিকই কিন্তু ভীষণ ভালো নৃত্যশিল্পী নই এটুকু বলতে পারি তবে গানের প্রতি ভালোবাসা আমার ছোট থেকেই ছিল সেই জন্য ছোট থেকেই তালিম নেওয়া এবং শেখা তারপর থেকে গানটা নিয়েও জীবনে এগিয়ে গেছি অনেকটা।”
সরস্বতী পুজোর কমবেশি একটা নিয়ম থাকে কুল খাওয়া যাবেনা, সেই প্রসঙ্গে অভিনেত্রী এবং তার মেয়ে বলেন “ছোটবেলা থেকেই যেহেতু এই নিয়মটা মেনে আসা হচ্ছে তাই সব সময় অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কখন পুজো সম্পন্ন হবে এবং পূজোর প্রসাদের থালি থেকেও সবার প্রথমে কুলের একটি টুকরো নিয়ে মুখে দিতে হবে। এ বছরেও তার বিমুখ হয়নি, পুজো শেষ হওয়ার পরেই বছরের প্রথম খুল খেয়ে আমরা উপোষ ভেঙেছি।”
সরস্বতী পুজোতে একটা প্রেমের ব্যাপার থেকেই যায় সেই প্রসঙ্গে তার মেয়ে বলে। “হ্যাঁ, রাস্তাঘাটে বা কলেজ যাবার সময় বেশ কিছু ছেলে আমার দিকে তাকাতো মা আমার সাথে থাকতো এবার ভয় কখনো লাগেনি সব কথা এসে মাকে বলতাম তারপরে মা একটা কথা বলতো তুমি কিন্তু আর ফিরে তাকাবে না। আর নিজেরও সেরকম ভাবে ইচ্ছে হতো না তাই এখনো ওই ব্যাপারগুলো তাকাতাকিতেই আটকে আছে।”
আরও পড়ুনঃ সইফ আলির পর এবার টলিউড অভিনেতার বাড়িতে “হামলা”!
দেবী আরাধনায় যাদবপুর ৮বির বাস ধরে মাস্ক পড়ে সুন্দর মিষ্টি প্রতিমা খোজা থেকে শুরু করে প্রত্যেকটা আয়োজন নিপুনা ভাবে করেছেন অভিনেত্রী এবং তার মেয়ে। ভোগ প্রসাধেও ছিল বেশ আয়োজন। লুচি আলুর দম মিষ্টি যেমন ছিল তার পাশাপাশি ভোগের খিচুড়ি লাবরা চাটনিও কিন্তু বেশ পাল্লা দিয়ে সামঞ্জস্য রেখেছিল। নিজের ছোটবেলা বর্তমান ও নিজের মেয়ের ছোটবেলার গল্প নিয়ে বেশ নস্টালজিয়ায় আড্ডা দিয়েছিলেন অভিনেত্রী।