বিনোদন জগতে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেতা! অবসান সোনালী এক অধ্যায়ের

অভিনয় জগতে আবারও শোকের ছায়া! এক বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে (Veteran Actor Death) শোকের ছায়া নেমে এসেছে সমগ্র ইন্ডাস্ট্রিতে। দীর্ঘদিন ধরে সিনেমা ও টেলিভিশনের পর্দায় যাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তিনি বিদায় নিলেন চিরতরে। শুক্রবার সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শেষ মুহূর্তে হৃদ্‌রোগে (Cardiac arrest) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে, কিন্তু আর ফেরা হয়নি। অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকা ও সহকর্মীরা। তাঁর দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, যা আজও দর্শকদের মনে অমলিন।

একসময় রাষ্ট্রপতি পুরস্কার (Rastrapati award) লাভ তাঁকে পরিচিতি এনে দেয়। বড় পর্দায় আসার আগে পুণেতে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি ইন্ডিয়ান পিপল’স থিয়েটার অ্যাসোসিয়েশন-এর সদস্যও ছিলেন। মঞ্চাভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং নিজের দক্ষতা দিয়ে জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে।

নব্বইয়ের দশক থেকে ২০০০-এর দশক পর্যন্ত একাধিক জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া ছোট পর্দাতেও তাঁর উপস্থিতি দর্শকদের নজর কাড়ত। শাস্ত্রী নগর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, যেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। অভিনেতা তাঁর স্ত্রী, কন্যা ও নাতনিকে রেখে গেছেন।

আরও পড়ুনঃ সংসার ছেড়ে পড়াশোনার পথে পারুল! পরিণীতাতে পারুলের জীবনে আসছে নতুন নায়ক! রায়ানকে টক্কর দিতে আসছে এই জনপ্রিয় অভিনেতা!

অভিনেতার নাম ‘রাকেশ পাণ্ডে’ (Rakesh Panday) । ১৯৬৯ সালে ‘সারা আকাশ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘ইন্ডিয়ান’, ‘দিল চাহতা হ্যায়’, ‘অমর প্রেম’, ‘বেটা হো তো অ্যায়সা’-সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তাঁর প্রয়াণে এক অধ্যায়ের অবসান ঘটল। পরিবার ও অনুরাগীদের প্রতি শোকজ্ঞাপন করেছেন বলিউডের অনেকেই।

Cardiac Arrest