“হুক্কা হুয়াতে পার্টিসিপেট করিনা!” “আমার কাছে দেহ সর্বস্ব নয়! যেমন খুশি সাজি, যেমন খুশি থাকি”— কটাক্ষের জবাব দিয়ে জীবন নিয়ে অকপট অপরাজিতা আঢ্য!

টলিউডে সাহসী পদক্ষেপ মানেই আজকাল বিতর্কের শিরোনাম! আর এই বিষয় এক্কেবারে মাইলস্টোন ছুঁয়েছেন ‘অপরাজিতা আঢ্য’ (Aparajita Adhya)। যাই করুন না কেন, নেটিজেনদের একাংশ ঠিক হাজির সমালোচনার হাঁড়ি নিয়ে। কিন্তু অপরাজিতা? তিনি কিন্তু স্রোতের উল্টোদিকে হাঁটতেই বেশি পছন্দ করেন! অভিনেত্রী অপরাজিতা আঢ্য, বিগত কিছুদিন যাবত বহুবার সমালোচিত হয়েছেন, কখনও সাহসী পদক্ষেপ যেমন জন্মদিনে পুজো নেওয়া থেকে শুরু করে শিবরাত্রির পোশাক নির্বাচন কিম্বা ছুটি কাটানোর সাজপোশাক সবেতেই যেন বিতর্ক সৃষ্টি করেছে তিনি।

তবে অভিনেত্রী যে বরাবরই স্বাধীনচেতা মনোভাব রাখেন এবং সমাজের কটূক্তির পরোয়া না করেই এগিয়ে যেতে পছন্দ করেন, সেই প্রমাণ মিলেছে বারবার। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অভিনেত্রী নিজের সাজসজ্জা, আত্মবিশ্বাস ও সমালোচকদের নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। অভিনেত্রী কোথায় উঠে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে দেহের গঠন নিয়ে সমস্যার কথা। তিনি বলেন, “আমি যখন এই ইন্ডাস্ট্রিতে পা রাখি,

দেহের গঠন ছিলো সবচেয়ে গুরুত্বপূর্ণ”, “স্লিম-ট্রিম ফিগারকেই সবসময় আদর্শ মনে করা হত।” তিনি অবশ্য বলেছেন তাঁকে এমন কোনো সমস্যার সম্মুখীন কখনোই হতে হয়নি। তিনি বরাবরই খুব খেতে পছন্দ করেন, তাই খাওয়া বন্ধ রেখে রোগা হওয়াকে কখনও যুক্তিসম্মত মনে করেননি। তিনি বলেন, “একজন পরিভাষাটা অনেকাংশে বদলেছে, এখন দেহের গঠন দেখে নয় বরং গল্পের চরিত্র অনুযায়ী অভিনেতা, অভিনেত্রী নির্বাচন হয়।” অভিনেত্রী আরো বলেন, “আমার কাছে দেহ সর্বস্ব কোনদিনই ছিলনা।

দেহের গঠনকে কোনদিনও প্রতিবন্ধকতা মনে করিনি। আমার মতে কেউ যদি অভিনয়টাকে ভালোবাসে, ঠিকভাবে কাজটা করতে পারে তাহলে কোন কিছুই তার কাছে বাধা হয়ে দাঁড়াবে না।” বরাবর সাহসী পদক্ষেপ নিয়ে সমালোচনার শিকার হয়ে অভিনেত্রী বলেন, “আমি নিজে যেমন তেমনি থাকতে পছন্দ করি, লোক কি বললো সে সবে কান দিতে পছন্দ করি না”। অভিনেত্রী সমালোচকদের কটাক্ষ করে বলেন, “কোনো রকম হুক্কা হুয়াতে কখনও পার্টিসিপেট করিনা!”

আরও পড়ুনঃ একটানা ১৩ সপ্তাহের রাজত্ব শেষ! সিংহাসন হারাল ‘পরিণীতা’! দু বছর পেরিয়েও টিআরপি শীর্ষে ‘জগদ্ধাত্রী’! টিআরপি তালিকায় নাটকীয় রদবদল!

সমালোচনার আবহে যেখানে অনেকেই মুখ লুকিয়ে নেন, সেখানে অপরাজিতা আঢ্যর যেন ‘নো ফিল্টার কনফিডেন্স’! নিজের শরীর, রুচি আর চিন্তাধারাকে সম্মান করে তিনি আজও জানান দেন, তিনি যেমন তেমনই থাকবেন। হুক্কা-হুয়ার ভিড়ে না মিশে, অভিনয়ে হোক বা জীবনে, অপরাজিতা যে আজও নিজের মতো করেই বাঁচছেন, সেটাই তাঁর আসল জয়!