মৌসুমীকে দেখলেই মুখ ঘুরিয়ে নিতেন রেখা! হিংসায় জ্বলতেন, এতদিন পর বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর!

গ্ল্যামার জগতে সম্পর্কের টানাপোড়েন, হিংসা আর প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। পর্দায় একসঙ্গে কাজ করলেও বাস্তব জীবনে অনেক সম্পর্কই কেবল ‘পেশাদার’ জায়গায় আটকে থাকে। বন্ধুত্ব বা সৌহার্দ্যের বদলে সেখানে থাকে চাপা ক্ষোভ, হিংসা বা অহংবোধ। আজকের প্রজন্মের নায়ক-নায়িকারা যদিও সোশ্যাল মিডিয়ায় নিজেদের বন্ধুত্বের বার্তা দিতে ব্যস্ত থাকেন, তবু সত্যি কখনও লুকিয়ে থাকে না। ঠিক যেমনটা ঘটেছিল বলিউডের দুই বিখ্যাত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় ও রেখার মধ্যে।

সত্তরের দশকের বলিউড মানেই এক ঝাঁক নায়িকার স্বর্ণযুগ। শর্মিলা ঠাকুর, হেমা মালিনী, রেখা থেকে শুরু করে মৌসুমী চট্টোপাধ্যায় – প্রত্যেকেই নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। কিন্তু সব সম্পর্ক যে সমান্তরাল ছিল, তা বলা মুশকিল। মৌসুমী-রেখার সম্পর্ক ছিল এমনই এক ধোঁয়াশায় মোড়া অধ্যায়। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করলেও তাঁদের সম্পর্ক কখনও বন্ধুত্বে রূপ নেয়নি। বরং রেখা নাকি একেবারেই পছন্দ করতেন না মৌসুমীকে। মুখচোখের হাবভাবই নাকি পাল্টে যেত তাঁকে দেখলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো অভিজ্ঞতা তুলে ধরলেন মৌসুমী চট্টোপাধ্যায়। তাঁর কথায়, রেখা তাঁকে বিনোদ মেহরার জীবনে ‘হস্তক্ষেপকারী’ বলেই মনে করতেন। একবার বিনোদের মা মৌসুমীকে একটি খাম দিতে বলেন তাঁর আলমারি থেকে। বিষয়টি শুনেই নাকি রেগে আগুন হয়ে যান রেখা। তাঁর মনে হত, বিনোদ সব বিষয়ে মৌসুমীর কথাই শোনেন বেশি। আর তাই নিয়েই তাঁর রাগ। শুধু তাই নয়, ছবির সেটে মৌসুমীকে দেখলেও নাকি রেখা মুখ ফিরিয়ে নিতেন বা অদ্ভুত ভঙ্গি করতেন।

‘প্রেমবন্ধন’ ছবির শুটিংয়ের সময় পরিচালক রামানন্দ সাগর নাকি মৌসুমীকে হিল জুতো খুলে ফেলতে বলেন, যাতে রেখার উচ্চতার সঙ্গে সমতা বজায় থাকে। কিন্তু মৌসুমী তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেন, ‘‘আমি একজন শিক্ষিতা, ধনী মহিলা। ছোটবেলা থেকে এ ভাবেই বড় হয়েছি। আমার জুতো খুলতে বলবেন না, বরং ওর জন্য টুল ব্যবহার করুন।’’ এখানেই শেষ নয়। ‘দাসী’ ছবির সময় রেখা দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয় করতে চেয়ে অখুশি ছিলেন। সঞ্জীব কাপুরের স্ত্রীর চরিত্রে থাকতে চাইতেন রেখা, মৌসুমীকে চেয়েছিলেন পরিচারিকার ভূমিকায়।

আরও পড়ুনঃ দুই হাতেই প্লাস্টার! গুরুতর চোট পেয়ে শুটিং ছেড়ে বিছানায় নন্দিনী! বাস্তবে যন্ত্রণা ভুলে, হাসিমুখে ধরা দিলেন ছবিতে! কি ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?

রেখার পাশাপাশি বচ্চন পরিবার নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন মৌসুমী। জয়া বচ্চনের সঙ্গে নিজের তুলনায় বলেন, তিনি নাকি জয়ার চেয়ে ভালো মানুষ। এমনকি অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে বলেন, শুধু বড় তারকা হলেই ভাল মানুষ হওয়া যায় না। তাঁর এই মন্তব্য আরও একবার ইঙ্গিত করে, বলিউডের গ্ল্যামার জগতে প্রতিযোগিতা যেমন চিরন্তন, তেমনই তিক্ত অভিজ্ঞতা কখনও ভোলাও যায় না। সময় যতই কেটে যাক, কিছু স্মৃতি রয়ে যায় জ্বলন্ত পেছনের বাতি হয়ে।