বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই স্টার জলসায় নায়িকার ভূমিকায় ফিরছেন শ্রীপর্ণা রায়! দেড় বছর পর, কোন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে? কবে থেকে শুরু সম্প্রচার?

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী ‘শ্রীপর্ণা রায়’ (Sreeparna Roy)। শোনা যাচ্ছে স্বামী শুভদীপের সঙ্গে তাঁর সম্পর্ক আর আগের মতো নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও শুভদীপের সঙ্গে তোলা সব ছবি মুছে ফেলেছেন অভিনেত্রী। ফলে অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে, তবে কি বিচ্ছেদের পথে হাঁটছেন এই তারকা দম্পতি?

এই জল্পনার মাঝেই ছোট পর্দায় ফিরছেন শ্রীপর্ণা। প্রায় দেড় বছরের বিরতির পর আবারও ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন তিনি। ‘কড়ি খেলা’-র পারমিতা হোক বা ‘গাঁটছড়া’, শ্রীপর্ণা বরাবরই নিজের সাবলীল অভিনয়ে দর্শকের নজর কেড়েছেন। এবারও তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে দর্শকমহলে উৎসাহ তুঙ্গে।

Zee Bangla, entertainment, actress, Sriparna Roy, Sokhi Bhalobasa Kare Koy,‌ serial, Bengali serial, জি বাংলা, সখি ভালোবাসা কারে কয়, অভিনেত্রী, বিনোদন, বাংলা ধারাবাহিক, সিরিয়াল

স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন। সদ্য প্রকাশিত প্রোমোতে মুখ দেখা না গেলেও গলা ও ভঙ্গিমা দেখে অনেকেই ধরে নিচ্ছেন, মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রীপর্ণা রায়। আর এই প্রত্যাবর্তনের মাধ্যমেই টেলিপর্দায় ফের নতুন করে জায়গা করে নিতে চলেছেন অভিনেত্রী।

শুধু তাই নয়, এই ধারাবাহিকে শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তীর মতো অভিনেতাদের দেখা যেতে পারে বলে খবর। গল্পের নাটকীয় মোড় ও পারিবারিক আবেগে ভরপুর নতুন কিছু নিয়ে হাজির হতে পারে ‘লক্ষ্মী ঝাঁপি’। ফলে ধারাবাহিক ঘিরে আগ্রহ ক্রমেই বাড়ছে দর্শক মহলে।

আরও পড়ুনঃ “এত বৌদি বৌদি করছেন কেন?”—অনুরাগীর প্রশ্নে ক্ষেপে গেলেন সায়ক চক্রবর্তী!সুস্মিতা-সব্যসাচীর সম্পর্ক ভাঙনের গুঞ্জনে কী সিলমোহর দিলেন অভিনেতা? স্টার্ট আপ ঘিরেই কি অশান্তি? সায়কের মন্তব্যে জল্পনা তুঙ্গে!

তবে সবকিছুর মধ্যেও এখনও চ্যানেল বা নির্মাতাদের তরফে নিশ্চিতভাবে জানানো হয়নি যে শ্রীপর্ণাকেই মুখ্য চরিত্রে দেখা যাবে কি না। যদিও তার উপস্থিতির আভাসেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে উন্মাদনা। তবে সব প্রশ্নের উত্তর মিলবে খুব শিগগিরই। তবে কে হবেন লক্ষ্মী, তা জানতে নজর রাখতে হবে স্টার জলসার পর্দায়।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page