স্টার জলসায় আসছে দুই জুটির নতুন গল্প! ‘তোমাদের রানী’-র পর টেন্ট প্রোডাকশন আনছে নতুন ধারাবাহিক! মুখ্য চরিত্রে কারা থাকছেন? কবে থেকে শুরু ধারাবাহিক?

স্টার জলসায় যেন নতুন ধারাবাহিকের মেলা লেগেছে। সদ্যই শুরু হয়েছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani), তাও আবার প্রাইম টাইমে। অন্যদিকে চলতি মাসেই শুটিং শুরু করছে আরও একটি নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhanpi)। আর এবার খবর মিলেছে, আরও একটি নতুন ধারাবাহিক (New Serial) আনতে চলেছে স্টার জলসা!

টেন্ট প্রোডাকশন এর তরফে তৈরি হবে এই নতুন ধারাবাহিক যেই প্রোডাকশন হাউস ‘তোমাদের রানী’, ‘কে আপন কে পরে’র মতো জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছে টেলিভিশনের দর্শককে। এবার তারাই আনতে চলেছে স্টার জলসার পর্দায় নতুন এক ধারাবাহিক। জানা গেছে, এই গল্পে থাকছে দু’জন নায়ক-নায়িকা। তবে এখানেও আছে চমক!

তবে এবার কোনও পরিচিত নায়ক মুখ্য ভূমিকায় থাকবেন না, এমন খবর পাওয়া যাচ্ছে। সম্ভবত প্রধান নায়কের ভূমিকায় থাকবেন— রাহুল গাঙ্গুলি। অভিনেতা বর্তমানে ‘গীতা এলএলবি’তে দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রাহুলের ছোট পর্দায় আত্মপ্রকাশ হয় ২০২২ সালে ‘ইন্দিরাণী’ ধারাবাহিকে মুখ্যযুদ্ধে অভিনয়ের মাধ্যমে। এছাড়াও, রাহুল ‘মাইকেল’ নামক সিনেমায় অভিনয় করেছেন।

পাশাপাশি রাহুল একজন লেখালেখি এবং পরিচালনার কাজও করেন। এদিকে আসন্ন ধারাবাহীকে দ্বিতীয় পুরুষ চরিত্রে অভিনয় করতে পারেন– টেন্ট প্রোডাকশনেরই হাত ধরে অভিনয়তে আসা ‘অর্কপ্রভ রায়’। অতীতে এই প্রোডাকশনের ‘তোমাদের রাণী’তে ‘দুর্জয়’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সদ্যই স্টার জলসায় তাঁর ধারাবাহিক ‘দুই শালিক’ শেষ হয়েছে।

আরও পড়ুনঃ অভিনেত্রী বানানোর বদলে প্রযোজকের অ’শ্লীল প্রস্তাব! গায়ের রঙ ফর্সা বলে কাজ পাননি! আত্ম’হ’ত্যার দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন ‘গৃহপ্রবেশ’-এর ‘জিনিয়া’ যুক্তা চক্রবর্তী! পর্দায় যাঁর উপস্থিতিতে আগুন লাগে, জানেন তাঁর লড়াইয়ের গল্প?

‘দেব’র চরিত্রে তিতিক্ষা দাসের বিপরীতে তার অভিনয় সবাই খুব পছন্দ করেছে। দর্শকরা আশায় ছিল, কবে অর্ক আবার ছোট পর্দায় ফিরে আসবে। এদিকে এই ধারাবাহিকের নায়িকা কারা হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে নায়িকা হিসেবে ও কোন জনপ্রিয় ধারাবাহিকের পার্শ্ব চরিত্ররা থাকতে পারে, এখন অপেক্ষা শুধু কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণার।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।