নিরব মৃ’ত্যু যেন ক্রমশ ঘিরে ধরছে বিনোদন দুনিয়াকে। কিছু দিন আগেই হঠাৎ করে চলে গিয়েছেন খ্যাতনামা অভিনেতা-পরিচালক নীলাদ্রি লাহিড়ী (Shri. Niladri Lahiri) । আচমকা তাঁর মৃ’ত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল টলিপাড়া (Tollywood)। এবার ফের এক জনপ্রিয় অভিনেতার (Famous Actor Died) অস্বাভাবিক মৃ’ত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। অভিনয়ের সেটে থাকার কথা, অথচ মিলল নিথর দেহ—ঘটনায় ছড়িয়েছে রহস্যের ছায়া।
যাঁকে দর্শক চিনতেন প্রাণভরে হাসানোর জন্য, তিনি যেন চুপিসারে বিদায় জানালেন জীবনের মঞ্চ থেকে। ঘটনাস্থল একটি হোটেল রুম। সন্ধ্যে বেলায় কলটাইম পার হয়ে যাওয়াতেও যখন তিনি ফিরলেন না, ঘরে গিয়ে তখনই ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। কিন্তু ঘুম ভাঙল না আর। চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ’ত্যু হয়েছে তাঁর। তবে মৃ’ত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের অপেক্ষা করা হচ্ছে।
প্রাথমিকভাবে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। উল্লেখ্য নীলাদ্রি লাহিড়ীর মৃ’ত্যুও হৃদরোগেই হয়েছে। যেখানে এই অভিনেতার থাকার কথা ছিল ক্যামেরার সামনে, সেখানে মিলল মৃ’ত্যুর খবর। শুটিং ফ্লোর থেকে সোজা মর্গ— কারোর কল্পনাতেও আসেনি এমন কিছু। সহ-অভিনেতা থেকে শুরু করে প্রযোজক-পরিচালক, সকলেই মর্মাহত। শিল্পীমহলে শোকের ছায়া। ইতিমধ্যেই তাঁর মৃ’ত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও।
এই শিল্পীর বিশেষত্ব ছিল তাঁর কণ্ঠ, চোখেমুখের অভিব্যক্তি, আর স্বভাবসিদ্ধ অনুকরণ ক্ষমতা। মঞ্চে, সিনেমায়, টেলিভিশনের হাসির অনুষ্ঠানে—প্রতিটি জায়গায় তাঁর উপস্থিতি মানেই হাসির ফোয়ারা। তিনি ছিলেন একজন প্লে-ব্যাক সিঙ্গারও। তবে মানুষটির মূল পরিচয় ছিল একজন কৌতুকাভিনেতা হিসেবে। ১৯৯৫ সালে ‘চৈথন্যম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তাঁর অভিনয়যাত্রা। পাশাপাশি বহু টিভি শো-তেও অংশ নিয়েছেন। স্ত্রী রেহানা এবং ভাই কালাভাবন নিয়াসও অভিনয় জগতের সঙ্গে যুক্ত।
আরও পড়ুনঃ “স্বামী-সন্তান ফেলে প’রপুরুষের সঙ্গে ঘ’নিষ্ঠতা!” “বুড়ো বয়সে রাত কাটাচ্ছে, আবার ক্যান্ডল লাইট ডিনার!”— কমলিনী-স্বতন্ত্রের সম্পর্ক নিয়ে তুঙ্গে বিতর্ক! এই সম্পর্ক নিয়ে দ্বিধাবিভক্ত ‘চিরসখা’র ভক্তমহল! লীনা গঙ্গোপাধ্যায়ের কলমে নীতির বারোটা, কি বললেন তিনি?
যিনি একটা সময় সকলকে প্রাণভরে হাসাতেন, তিনিই আজ চলে গেলেন একদম নিঃশব্দে। এই অভিনেতার নাম কালাভাবন নাভাস (Kalabhavan Navas), বয়স মাত্র ৫১। তিনি ছিলেন কেরালার খ্যাতনামা মালয়ালম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট। ‘প্রকামবনম’ ছবির শুটিংয়ের জন্য কোচির চোট্টানিক্কারায় একটি হোটেলে ছিলেন তিনি। সেখান থেকেই উদ্ধার হয় তাঁর নি’থর দেহ। তথ্য পেতে আপাতত চলছে তদন্ত। কিন্তু যেটা আর পাওয়া যাবে না, সেটা হল আর একটিবার তাঁর প্রাণখোলা হাসি!