সমাজ মাধ্যমে ফের ভাইরাল টলিউড তারকা জিৎ (Jeet)। তবে এইবার কোনও সিনেমার ট্রেলার বা গানের দৃশ্য নয়, বরং এক সাক্ষাৎকারেই চমকে দিয়েছেন তিনি। ইউটিউবার ‘রণবীর এলাহাবাদিয়া’র (Ranveer Allahbadia) জনপ্রিয় পডকাস্টে হাজির হয়ে এমন এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যা শুনে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। রণবীরের নতুন এই পডকাস্টে জিৎকে দেখা গেল অনেকটাই নির্ভার মেজাজে, নিজের পরিবার আর শৈশবের স্মৃতি শেয়ার করতে। আর সেখানেই তিনি খুলে বললেন তাঁর পরিবারের এক রহস্যময় দিক নিয়ে!
প্রসঙ্গত, রণবীরের পডকাস্টকে ঘিরে এমনিতেই চর্চার শেষ নেই। ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ বিতর্কের পর, আরও আত্মবিশ্বাসী হয়ে ফিরেছেন তিনি। বছরের শুরুতেই তাঁর মন্তব্য ঘিরে তুমুল সমালোচনার পর অনেকেই ভাবছিলেন, হয়তো রণবীর হারিয়ে যাবেন। কিন্তু উল্টোটা করলেন তিনি— ঘোষণা করলেন নিজের ‘পুনর্জন্ম!’ তিনি বলেন, “আমি বুঝতে পেরেছি আমার কাঁধে কত বড় দায়িত্ব। আমি দেশের সংস্কৃতি আর ঐতিহ্যকে সম্মান করি। তাই নতুন করে গল্প লেখার চেষ্টা করছি।” তাঁর সেই নতুন গল্পেরই অংশ এখন জিৎ-এর এই ব্যতিক্রমী সাক্ষাৎকার।
এদিন জিৎ জানান, তাঁর ঠাকুমা নাকি “ভূতে-পাত্তয়া” ব্যাপারে পারদর্শী ছিলেন, এমনকি আত্মাদের সঙ্গে কথাও বলতেন! অভিনেতার কথায়, “আমার ঠাকুমা তো এসব করতেন, ছোটবেলা থেকেই দেখেছি ওনার ভূতে-পাত্তয়া ঘটনা। উনি আত্মাদের নিয়ে ওঠাবসা করতেন। যখন ওই ঘটনাগুলো ঘটত, ঠাকুমার আওয়াজ পাল্টে যেত, মুখ চোখের অভিব্যক্তিও চেনা যেত না। এমনকি মারা যাওয়ার আগেই তিনি জেনে গেছিলেন যে মৃ’ত্যু আসন্ন। বলে গিয়েছিলেন আমাদের যে এরপর থেকে আর উনি থাকবেন না।”
এমন অকপট স্বীকারোক্তি আগে জিৎ-এর মুখে শোনা যায়নি বলে দর্শকরাও হতবাক! রণবীর তখন হেসে বলেন, অবাঙালিদের মধ্যে একটা ধারণা আছে— কলকাতার মানুষদের নাকি কালা জাদুতে বিশেষ দক্ষতা! সেই প্রসঙ্গেই তিনি জিৎ-এর কাছে জানতে চেয়েছিলেন, সত্যিই কি এমন কিছু হয়? কিন্তু যে উত্তর পান, তা এতটাই অপ্রত্যাশিত ছিল যে মুহূর্তেই সেই অংশটা ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। দর্শকরা অবাক হলেও অনেকে আবার মন্তব্য করেছেন— “এমন ব্যক্তিগত কথা এত খোলাখুলিভাবে আগে কখনও বলেননি জিৎ।”
আরও পড়ুনঃ “বন্ধুত্ব না ওটা সুবিধাবাদ, কমলিনী একবার পাশেও দাঁড়ালো না স্বতন্ত্রর!” “তাঁর টাকায় জীবন কাটিয়ে, ফ’ষ্টিন’ষ্টি করে এখন পার্বতীর গলায় ঝুলিয়ে দিল!”— কমলিনীর দ্বিচারিতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া! উদারতার নামে নিঃস্বার্থ ভালোবাসার ‘অপব্যবহার’? কমলিনীর চরিত্র নিয়ে উঠছে প্রশ্ন!
অন্যদিকে বলতেই হয়, রণবীরের সঙ্গে কলকাতার সম্পর্কও এখন ক্রমেই গভীর হচ্ছে। দুর্গাপুজোয় তিনি এসেছিলেন শহরে, ফুচকা খাওয়া থেকে ধুনুচি নাচ— সবই করেছিলেন। অনেকে তখনই অনুমান করেছিলেন, টলিউডের কারও সঙ্গে তাঁর কিছু বিশেষ কাজের যোগ আছে। সত্যিই তাই হলো! তাঁর নতুন পডকাস্টেই প্রথমবার উপস্থিত টলিউড সুপারস্টার জিৎ। এই দুই তারকার কথপোকথন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে বিতর্ক পেরিয়ে পুনরুজ্জীবিত ইউটিউবার, অন্যদিকে নিজের অতীত স্মৃতি উন্মোচন করা এক জনপ্রিয় অভিনেতা।