জন্মদিনের আনন্দের মাঝেই আচমকা দুশ্চিন্তার খবর। পরিচালক সুদেষ্ণা রায়কে জন্মদিনেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এই খবর প্রথম প্রকাশ্যে আসে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহপরিচালক অভিজিৎ গুহের সূত্রে। পরে নিজেই নিজের শারীরিক অবস্থার কথা জানান সুদেষ্ণা। জানা যায়, খাবারের বিষক্রিয়া থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
সুদেষ্ণা রায় জানিয়েছেন, কয়েক দিন আগেই তিনি সপরিবার শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিলেন। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে একই খাবার খেয়েছিলেন তিনি। কোনও পার্টি বা বড় জমায়েতে এ বছর তিনি যাননি বলেও জানিয়েছেন পরিচালক। তাঁর কথায়, সাধারণত বাইরে খাওয়াদাওয়া থেকেই অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে, কিন্তু এই ক্ষেত্রে তেমন কোনও আলাদা কারণ তিনি খুঁজে পাচ্ছেন না।
২২ ডিসেম্বর কলকাতায় ফেরার পরই তাঁর শরীর খারাপ হতে শুরু করে। প্রথমে বিষয়টিকে সাধারণ অসুস্থতা ভেবেই বাড়িতে ওষুধ খেয়ে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন সুদেষ্ণা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি হয়। দুর্বলতা, অস্বস্তি এবং শারীরিক সমস্যার মাত্রা বাড়তে থাকায় শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিতে হয় পরিবারের পক্ষ থেকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় দ্রুত তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন পরিচালককে। রবিবার তাঁর জন্মদিনে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তরিত করা হয়, যা পরিবার ও অনুরাগীদের জন্য বড় স্বস্তির খবর।
আরও পড়ুনঃ একেই বলে মানবিকতা! “ভালো মানুষ এখনও আছে”—বছর শেষে মানুষের প্রতি বিশ্বাস ফিরে পেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়! অভিনেত্রীর জীবনে ‘নীরব সান্তাক্লজ’ হয়ে ধরা দিলেন এক উবের চালক! কী ঘটেছিল সেদিন?
বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সুদেষ্ণা রায় নিজেই জানিয়েছেন, এখন তিনি আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। আরও এক দুদিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আশাও প্রকাশ করেছেন পরিচালক। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন টলিপাড়ার সহকর্মী ও অসংখ্য অনুরাগী।






