‘কঠোরতা নয়, ন্যায়ের শিক্ষা দেওয়াতেই বিশ্বাসী!’ ছোটপর্দার দাপুটে শাশুড়ি, অঞ্জনা বসুর কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকে শর্ত! যা না জানলে মিলবে না সবুজ সংকেত? তাঁর মন জিততে হলে ঠিক কী করতে হবে?

বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে অঞ্জনা বসু মানেই এক আলাদা উপস্থিতি। ব্যক্তিত্বময়ী, আত্মবিশ্বাসী এবং দৃঢ় মনোভাবের চরিত্রে তাঁকে যতটা স্বচ্ছন্দে দেখা যায়, বাস্তব জীবনেও তিনি ঠিক তেমনই স্পষ্টবাদী। ছোট ও বড়— দুই পর্দাতেই দীর্ঘ অভিনয় জীবনে তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। অভিনয়ের পাশাপাশি তাঁর জীবনদর্শন, শৃঙ্খলাবোধ এবং স্পষ্ট মতামত তাঁকে ইন্ডাস্ট্রিতে আলাদা করে চিনিয়েছে।

বর্তমানে কুসুম ধারাবাহিকের মাধ্যমে নতুন করে দর্শকদের মন জয় করেছেন অঞ্জনা বসু। জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে তাঁর চরিত্রটি একদিকে যেমন কঠোর, তেমনই সংসার ও সন্তানের প্রতি দায়িত্বশীল। ইন্দ্রানী চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। অনেকেই বলছেন, এই চরিত্রের মাধ্যমেই আবারও নিজের অভিনয় ক্ষমতার প্রমাণ দিলেন তিনি।

অঞ্জনা বসু বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। পর্দায় তিনি যেভাবে নিজের সন্তানদের শাসন করেন, ভুল-ঠিকের শিক্ষা দেন, বাস্তব জীবনেও তিনি তেমনই দৃঢ়। নানা সাক্ষাৎকারে বারবার উঠে এসেছে তাঁর ডিসিপ্লিনপ্রিয় মানসিকতার কথা। তিনি বিশ্বাস করেন, শাসন মানেই কঠোরতা নয়, বরং সঠিক পথে চলার শিক্ষা দেওয়া। এই দৃঢ়তাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন উঠেছিল— অঞ্জনা বসুর মন জিততে হলে কী করতে হবে? উত্তরে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি ডিসিপ্লিন খুব পছন্দ করেন। সময় মেনে কাজ করা, দায়িত্বশীল হওয়া এবং নিজের কথা ও কাজে সামঞ্জস্য রাখলেই তাঁর মন জয় করা সম্ভব। পর্দায় ‘কুসুম’-এ যেমন দুই ছেলেকে নিয়ে সুখী সংসার চালান এবং শাসনের মধ্যে রাখেন, বাস্তব জীবনেও অভিনেত্রী ঠিক তেমনই।

আরও পড়ুনঃ বিয়ের আসরেই বড় মোড়! মাঝপথে পালিয়ে গেল কোয়েল! সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে, শুভ পরিণয় বাবিল ও মিটিলের! ‘চিরসখা’য় চরম চমক, অবশেষে হলো সত্যিকারের ভালোবাসার জয়!

পর্দার চরিত্র হোক বা বাস্তব জীবন— সর্বত্রই অঞ্জনা বসু নিজের নীতিতে অটল। জনপ্রিয়তা আসা-যাওয়া করলেও তাঁর বিশ্বাসে কোনও বদল নেই। ডিসিপ্লিন, স্পষ্টবাদিতা আর আত্মসম্মান— এই তিনের মেলবন্ধনই তাঁকে আজও দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে। আর সেই কারণেই তিনি শুধু অভিনেত্রী নন, অনেকের কাছে অনুপ্রেরণাও।

You cannot copy content of this page