অনিধিকার রোম্যান্স এনেও স্লট হারাল এক্কা দোক্কা! অনুরাগের ছোঁয়ার সামনে বেহাল দশা ইচ্ছে পুতুলের! কোথায় গেল জগদ্ধাত্রী, ফুলকি?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে ধারাবাহিকের সাফল্য নির্ভর করে টিআরপি তালিকার ওপর। আর এই টিআরপি (TRP) তালিকাই বলে দেয় বর্তমান সময়ে চলা বাংলা ধারাবাহিকগুলির অবস্থান। আসলে কোন ধারাবাহিক কোন স্থানে রয়েছে তা দেখা গেলেই বোঝা যায় কোন ধারাবাহিক কতটা জনপ্রিয় হয়ে উঠেছে।

আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় টিআরপি তালিকা। এর ফলে কোন ধারাবাহিক কতটা সাফল্যমন্ডিত হয়ে উঠল তা জানা যায়। বলতেই পারেন ধারাবাহিকগুলির সাপ্তাহিক ফল প্রকাশিত হয় এই টিআরপি তালিকার মধ্যে দিয়ে। তবে বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রথম স্থান দখলে রেখেছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। এই সপ্তাহেও তার অন্যথা হয়নি।

চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী প্রথম পাঁচ দাপট এবারেও শুধুই জি বাংলার। প্রথম স্থান দখলে রেখেছে জলসার অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী, তৃতীয় স্থানে ফুলকি, চতুর্থ স্থানে রাঙা বউ ও পঞ্চম স্থানে নিম ফুলের মধু। অন্যদিকে এই সপ্তাহেও জলসার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে হারিয়ে স্লট লিডার জি বাংলার পর্দায় শুরু হওয়া ধারাবাহিক কার কাছে কই মনের কথা।

তবে এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক এক্কাদোক্কাতে রাধিকা-অনির্বাণের তুলকালাম বিবাহ পর্ব দেখে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো খেলনা বাড়িকে হারিয়ে স্লট লিডার হবে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকটি। কিন্তু কোথায় কি? চলতি সপ্তাহেও ৬ রেটিং পয়েন্ট নিয়ে স্লটলিড করল খেলনা বাড়ি। অন্যদিকে এক্কাদোক্কার প্রাপ্ত নম্বর ৫.৭।

প্রত্যেক সপ্তাহে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি টিআরপি তালিকায় লিড করছে। এই ধারাবাহিকের বিপরীতে জি বাংলার পর্দায় ঝোড়ো ব্যাটিং করা শুরু করেছে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি। যদিও মেঘের ধামাকাদার গল্প নয় বরং সূর্য-দীপার একঘেয়ে গল্পকেই দর্শকদের বেশি পছন্দ তা ফের একবার প্রমাণিত হলো। ৯ রেটিং পয়েন্ট পেয়ে সল্ট লিড করা তো বটেই একই সঙ্গে টিআরপি তালিকায় শ্রেষ্ঠ অনুরাগের ছোঁয়া। অন্যদিকে ওই একই স্লটে জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.৮।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা –

১ম •• অনুরাগের ছোঁয়া ৯.০
২য় •• জগদ্ধাত্রী ৮.৭
৩য় •• ফুলকি ৮.৫
৪র্থ •• রাঙা বউ ৭.৯
৫ম •• নিম ফুলের মধু ৭.৭

You cannot copy content of this page