এখন বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় চলা সমস্ত ধারাবাহিকেরই নজর থাকে টিআরপি তালিকার ওপর। আসলে এখন টিআরপি কাঁপাতে পারলেই বাজিমাত। আসলে এখন এই টিআরপি তালিকার ভিত্তিতেই প্রত্যেকটি ধারাবাহিকের গুণগতমান নির্ণয় করা হয়। অবশ্যই যে ধারাবাহিক টিআরপি তালিকায় যত সফল দর্শক মনে সেই ধারাবাহিকের দামও তত বেশি।
আর টিআরপি বেশি আনলে টিভির পর্দায় সেই ধারাবাহিকের মেয়াদও তত বেড়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন ধারাবাহিক এসেছে আর টিআরপি তালিকার শীর্ষে রাজত্ব করেছে। তবে সাম্প্রতিক সময়ে জি বাংলার মিঠাই পরবর্তী স্টার জলসার রাজত্ব করছিল। তবে সেই ধারাবাহিকের সুদিন শেষ হয়েছে। এই মুহূর্তে একতরফা রাজত্ব করছে জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী।
মাঝে অবশ্য এক সপ্তাহের জন্য দীপা লড়াইয়ে ফিরলেও ফের পিছিয়ে পড়েছে। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী প্রথম পাঁচে শুধুই রাজত্ব করেছে জি বাংলা। জলসার তরফে একমাত্র গীতা এলএলবি চতুর্থ স্থান দখলে রাখতে পেরেছিল। গত সপ্তাহে প্রথম স্থানে ছিল জগদ্ধাত্রী, দ্বিতীয় স্থানে নিম ফুলের মধু, তৃতীয় স্থানে ফুলকি, চতুর্থ স্থানে গীতা এলএলবি আর পঞ্চম স্থানে ছিল কোন গোপনে মন ভেসেছে।
আরো পড়ুন: নিজের ভালোবাসাকে পরাগের হাতে তুলে দিয়ে চিরবিদায় নিল শতদ্রু! ন্যাকামি দেখে খচে লাল নেটিজেনরা
তবে চলতি সপ্তাহে রীতিমতো কামাল করে দিয়েছে জি বাংলার ধারাবাহিক নিম ফুলের মধু। দীর্ঘদিন দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান ঘোরাফেরা করলেও অবশেষে প্রথম স্থান। চলতি সপ্তাহে সেরার স্থানে রয়েছে নিম ফুলের মধু। দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী, তৃতীয় স্থানে ফুলকি, চতুর্থ স্থানে যুগ্মভাবে গীতা এলএলবি এবং কোন গোপনে মন ভেসেছে। পঞ্চম স্থানে প্রথমবারের মতো উঠে এসেছে কথা। অর্থাৎ এই সপ্তাহে দুটি জলসার ধারাবাহিক এবং চারটি জি বাংলা ধারাবাহিক রয়েছে প্রথম পাঁচে। এই সপ্তাহেও প্রথম পাঁচের বাইরে অনুরাগের ছোঁয়া।
BT •• নিম ফুলের মধু ৮.৭
2nd •• জগধাত্রী ৮.৬
3rd •• ফুলকি ৮.৩
4th •• গীতা LLB , কোন গোপনে ৭.৮
5th •• কথা ৭.২