আকাশ বলল তারা তার প্রাক্তন প্রেমিকা নয়! সত্যিটা জেনে পিসি শাশুড়িকে চড় মারতে গেল সন্ধ্যার শাশুড়ি! জম্পেশ পর্ব আজ

দুই বোনের গল্প নিয়ে এর আগে আমরা দেখেছি ইচ্ছে নদী ধারাবাহিক। এখন চলছে ইচ্ছে পুতুল। আর এদিকে এবার দুই বোনের গল্প নিয়ে স্টার জলসা জমিয়ে দিয়েছে সন্ধ্যাতারা (Sandhyatara) ধারাবাহিক।

প্রেম দিয়ে শুরু

শুরু থেকেই দেখা যায় গল্পে জমজমাট উত্তেজনা এবং চমক ছিল। কারণ প্রথম চমক হল সন্ধ্যার আকাশের প্রেমে পড়া এবং আকাশের তারার প্রেমে পড়া যে আবার সন্ধ্যার ছোট বোন। তবে কেউ সেটা জানতো না এবং অজান্তেই সন্ধ্যা তারা একে অপরের প্রেমে পড়ে যায়।

এরপর তারা জানতে পারে তার মেজদি তারই প্রেমিকের প্রেমে পড়েছে। তাই সে নিজের মেজদির খুশির জন্য নিজের ভালোবাসা ত্যাগ করে দেয় এবং অবশেষে বিয়ে হয়ে যায় আকাশ আর সন্ধ্যার। বিজয়া নিজের সন্ধ্যাকে পছন্দ করেছিল বাড়ির বউ হিসেবে। তাই সেটাকেই মান্যতা দেয় আকাশ।

তারাকে খুঁজতে কলকাতায়

এরপর দেখা যায় আকাশ তারা সঙ্গে যোগাযোগ করে তাকে খুঁজতে যায় কলকাতায়। তারা আকাশকে নিজের ঠিকানা বলেনি তাই আকাশ নিজেই সেই ঠিকানা খুঁজে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। তবে নিজের স্বামীকে একা ছাড়তে চায় না  সন্ধ্যা, তাই আকাশকে না জানিয়ে তার গাড়ির পিছনে বসে সে চলে যায় কলকাতায় এবং তারপর দুর্ঘটনার মুখে পড়ে। সেই খবর পেয়ে আকাশ সঙ্গে সঙ্গে সন্ধাকে হাসপাতালে নিয়ে যায় এবং তারপর তাকে সুস্থ করে তুলতে নিজের রক্ত দেয়। অবশেষে বাড়ি আসে সন্ধ্যা এবং তার ফিরে আসা উপলক্ষে বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করে বিজয়া। সেখানেই আকাশের কাকা পিসি পিসেমশাই সকলে মিলে ষড়যন্ত্র করে যে আকাশ এবং তারাকে সামনে এনে সন্ধ্যার সামনে সমস্তটা প্রকাশ করতে হবে।

আকাশের স্বীকারোক্তি

আজকের পর্বে দেখা যাবে যে আকাশ শেষ পর্যন্ত সত্যিটা সামনে আনলো। তবে সে তারার কথা রাখলো। সন্ধ্যা কে সুস্থ রাখতে সে একটা মিথ্যে বলেছে যেটাকে সত্যি বলে মেনে নিল সবাই। আকাশ বলল তার প্রাক্তন প্রেমিকার নাম নয়নতারা আর ঘটনাচক্রে সন্ধ্যার ছোট বোনের নাম তারা। তাই হয়তো সবাই এটাকে গুলিয়ে ফেলেছে। আর এরপরেই সন্ধ্যা আনন্দে লাফিয়ে ওঠে কারণ সে বলে সে জানত আগে থেকেই যে তার বোন এবং তার হুলোবাবু এমন কোনও কাজ করতে পারে না।

আরও পড়ুন: শেষ মিশকার খেলা! সূর্য গুলি করে খুন করল মিশকাকে! দুর্ধর্ষ পর্ব আজ

ক্ষুব্ধ বিজয়া

আকাশের এই কথা বলার পরেই ক্ষেপে যায় বিজয়া মাঠান। সে প্রথম চড় মারে তার নন্দাই রন্টুর গালে। এরপর বলে সে জানে এই কাজটা ও একা করেনি তাই এবার সে দ্বিতীয় চড় মারতে চায় তার ননদ শৈলকে। এখানেই শেষ নয়, এরপরেই বিজয়া বলে এবার যারা এই ঘটনায় জড়িত প্রত্যেককে শাস্তি দেওয়া উচিত। তাই সে নিজের পিসি শাশুড়িকেও ছাড়ে না কিন্তু গুরুজন বলে শুধু মুখেই চড় মারার কথা বলে। তবে পিসি বলে সে প্রমাণ করে দেবে এই তারাই হল আকাশের আগের প্রেমিকা।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

You cannot copy content of this page