স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ নয়, বেঙ্গল টপার হল অন্য একটি সিরিয়াল!
স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রথম থেকেই এই সিরিয়াল টিআরপিতে ভালো স্কোর করে চলেছে। মাঝে ‘অনুরাগের ছোঁয়া’কে টপকে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) টপে গেলেও ফের ‘অনুরাগের ছোঁয়া’ তার নিজের জায়গায় ফিরে গিয়েছে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ধারাবাহিকের টিআরপি (TRP) প্রকাশ পায়। আর তাই এই দিনের জন্য অধীর অপেক্ষায় বসে থাকেন দর্শকরা।
গত সপ্তাহের টিআরপি ফল প্রকাশ হওয়ার পর সবার মুখে মুখে ‘অনুরাগের ছোঁয়া’র নাম উঠে আসে। কিন্তু স্কোর দেখে বোঝা যায়, বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’ নয়। বর্তমানে চ্যানেল একের পর এক ধারাবাহিক এনে চলেছে। পুরোনো ধারাবাহিকের টিআরপি নিচে নামলেই নতুন ধারাবাহিক সেই জায়গা দখল করে নিচ্ছে। স্টার ও জি’তে এই নিয়ে বেশকিছু ধারাবাহিক এসেছে ও অপেক্ষায় রয়েছে আরও কিছু মেগা।
বর্তমানের ধারাবাহিকগুলো টিআরপির উপর নির্ভর করে। আর তাই টিআরপি বাড়ানোর জন্য এখন উঠেপড়ে লেগেছে প্রোডাকশন। আমরা জানি, বেঙ্গল টপার হল ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু এবার তাকে টপকে গেল আকাশ আট’ (Akash Aath) এর ‘পুলিশ ফাইলস’ (Police Files)। গত সপ্তাহে অনুরাগের ছোঁয়ার টিআরপি ছিল ৮.৭। অন্যদিকে পুলিশ ফাইলস;’এর টিআরপি ১০.০।
টিআরপি দেখে বোঝাই যাচ্ছে, পুলিশ ফাইলস অনেক এগিয়ে। দর্শকদের মনে তাই প্রশ্ন জাগে, তবে কি বেঙ্গল টপার ‘পুলিশ ফাইলস’? আসলে তা না, আকাশ আটের ‘পুলিশ ফাইলস’এর টিআরপি আসে অরিজিনাল এবং রিপিট মিলিয়ে। এটি সারাদিন চ্যানেলে তিনবার টেলিকাস্ট হয়। আর এই তিনবারের টিআরপি একসাথে মিলিয়ে এবার ‘পুলিশ ফাইলস’এর টিআরপি ১০.০।