দীপা-সূর্যর বিয়েতে মিশকা আসতেই আগুন লাগল দীপার গায়ে! মৃত্যু হবে দীপার? ফাঁস আজকের পর্ব

এই মুহূর্তে স্টার জলসার যে সিরিয়াল সব থেকে বেশি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে এবং সেই সঙ্গে টিআরপি দখল করে নিতে পেরেছে তা হলো অনুরাগের ছোঁয়া। খুব পুরনো নয় আবার খুব নতুন নয় এই সিরিয়াল। তবে টিআরপিতে এর প্রথম স্থান দখল করার সিক্রেটটা হল প্রায় প্রতিটি পর্বেই নতুন নতুন চমক এবং সারপ্রাইজ দর্শকদের জন্য। প্রথমে দীপা এবং সূর্যের সম্পর্কে বিচ্ছেদ মিশকার জন্য আর তারপর সোনা এবং রুপার জন্য দুজনের মধ্যে বিচ্ছেদ।

মিশকার প্ল্যান

এই মুহূর্তে বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে এক হতে পেরেছে সূর্য এবং দীপা। মিশকার সমস্ত কীর্তি ফাঁস হয়ে গেছে সূর্যর সামনে তবু সে একটুও চুপ থাকেনি বরঞ্চ আবার নতুন একটা প্ল্যান করেছে সূর্যকে নিজের কাছে আনার। এবার সোজা প্ল্যান করেছে সেটা সহজেই মিটবে না। কারণ এবার সে সূর্যর শু ক্রাণু নিজের শরীরে প্রবেশ করিয়ে সূর্যর সন্তানের মা হতে চলেছে। ফলে এই মুহূর্তে সে গর্ভবতী।

দীপা আর সূর্যর বিয়ে

সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে সূর্য-দীপার বিবাহ বার্ষিকীতে আবার নতুন করে তাদের বিয়ে দেওয়া হচ্ছে সেনগুপ্ত পরিবারের তরফ থেকে। বিয়ের যাবতীয় আয়োজন করা হয়েছে গায়ে হলুদ থেকে শুরু করে শুভদৃষ্টি মালা দান আর তারপর সিঁদুর দান।

সিঁদুরদানের আগেই মিশকা এল

সূর্য দীপাকে সিঁদুর পরাতে যাবে আর ঠিক তার আগেই সেখানে হাজির হলো তার বেস্ট ফ্রেন্ড এবং ওই বাড়ির সবথেকে বড় শত্রু মিশকা। সেখানে এসেছে বিয়ে আটকে দেয় এবং তার নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে সে। সে তার বসকে রাজি করিয়েছে যাতে তিনি সেখানে গিয়ে বিয়ের মাঝে বলে ওঠেন সূর্য যাতে নিজের ডিএনএ টেস্ট করায়। কারণ এই ডিএনএ টেস্ট করালেই প্রমাণ হয়ে যাবে যে সত্যিকারের মিশকা মা হতে চলেছে এবং মিশকার গর্ভে সন্তান রয়েছে শুধুমাত্র সূর্যর।

আজকের পর্ব

এবার তার মাঝেই হঠাৎ করে মিশকা আশায় সবাই চমকে যায় এবং মিশকার কথায় অন্যমনস্ক হয়ে পড়ে দীপা। আর ঠিক তারপরেই আগুন লেগে যায় দীপার বিয়ের ওড়নায়। সবাই খেয়াল করলেও দীপা এতটাই অন্যমনস্ক হয়ে গেছে যে আগুন লাগার বিষয়টা সে দেখতেই পাচ্ছে না এবং তার মাথাতেও আসছে না। যদিও তারপর বাড়ির সবাই মিলে কোনরকমে তাকে শান্ত করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

You cannot copy content of this page