সিরিয়ালের বড় শয়তান মিশকাকে সরাসরি ‘আই লাভ ইউ’ বলা! স্টেজেই মার খেল ভক্ত

টিভির পর্দায় মিশকা মানেই কূটবুদ্ধিতে ভরপুর।  সূর্য আর দীপার জীবনে কোন অশান্তি লাগাতেই পিছপা হয় না সে। তার কূটনীতিতে ভরপুর অভিনয়ের জন্যই ‘অনুরাগের ছোঁয়া’ বাংলায় অন্যতম হিট মেগা। এই সপ্তাহের টিআরপি তালিকাতো এক নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’। কিন্তু পর্দার মিশকার সঙ্গে বাস্তবের মিশকার মিল কতটা?

পর্দায় মিশকার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অহনা দত্ত। পর্দায় অহরহ চতুরতা চালিয়ে গেলেও বাস্তবে অহনা আদপেও মিষ্টি স্বভাবের? যার প্রমাণ পাওয়া গেল একটি লাইভ শো-তে। তাঁকে সরাসরি আই লাভ ইউ বলে মার খেলেন এক ভক্ত।

আদপে একটি লাইভ শো করছিলেন অভিনেত্রী অহনা দত্ত। সেই লাইভ শুরুতেই এক ভক্ত তার উদ্দেশ্যে বলে ওঠেন ‘আই লাভ ইউ।’ তারপরেই নাকি ভক্ত তার স্ত্রীয়ের কাছে বকা খাচ্ছিলেন। যা দেখে মঞ্চ থেকেই বিদ্রুপের সুরে অহনা বলেন, “বেশ হয়েছে।” আসলে পুরো ঘটনাটাই ঘটে মজার ছলে। ভক্তদের সঙ্গে খুনসুটি ছোট ক্লিপটিই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

You cannot copy content of this page