TRP BREAKING: টপারের নাম দেখে মাথা ঘুরবে, ধুলো-গাঁট কেউ নয়! মিঠাই রানী ফের ছন্দে তবে টপার নয়, তাহলে টপার হলো কে?

দশেরার জন্য গতকাল টিআরপি রেটিং আসেনি। আজ কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা, সেখানেই আমরা দেখতে পাচ্ছি অপ্রত্যাশিত ফলাফল। তবে একটা সুখবর দিতে পারি যে লড়াইয়ে ফিরে আসছে মিঠাই।

তবে এবারের টপার কে হয়েছে জানলে মাথা সকলের ঘুরবে। গৌরী এলো এবারে রেকর্ড ব্রেকিং নম্বর পেয়েছে। ৮.২ নম্বর নিয়ে টপার হয়েছে আমাদের গৌরী। মিঠাই রানী পঞ্চম স্থানে উঠে এসেছে। বাকি তিনজনের মধ্যে অপ্রত্যাশিত ফলাফল করেছে জগদ্ধাত্রী, গাঁটছড়া আর ধুলোকণাকে হারিয়ে ছেড়েছে। নিজেই দেখে নিন টিআরপি তালিকা।

5:00 PM : বিক্রম বেতাল (১.১)
5:30 PM : গুড্ডি (৩.৫) | দিদি No.1 S9 (২.৯)
6:00 PM : নবাব নন্দিনী (৫.৪) | পিলু (৪.৫)
6:30 PM : সাহেবের চিঠি (৬.২) | খেলনা বাড়ি (৬.০)
7:00 PM : গাঁটছড়া (৭.২) | জগদ্ধাত্রী (৭.৩)
7:30 PM : আলতা ফড়িং (৬.৪) | গৌরী এলো (৮.২)
8:00 PM : ধুলোকণা (৭.১) | মিঠাই (৬.৭)
8:30 PM : মাধবীলতা (৬.১) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
9:00 PM : এক্কা দোক্কা (৪.৯) | এই পথ যদি না শেষ হয় (৫.২)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.১) | লালকুঠি (৪.৩)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৪.৯) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৭)
10:30 PM : গোধূলি আলাপ (৩.১) | উড়ন তুবড়ি (৩.৭)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৬) | শিশু ভোলানাথ (২.২)

✨NON FICTION✨
রান্নাঘর (১.১)
সা রে গা মা পা (৫.২)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৫)
Dance Dance Junior (৪.৫)

•• মহালয়া TRP ••
সিংহবাহিনী ত্রিনয়নী (৫.৪)
যা চণ্ডী (৪.১)

You cannot copy content of this page