বাংলা টেলিভিশনে এই মুহূর্তে শীর্ষস্থানে থাকা ধারাবাহিকের নাম অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় কার্যত কামাল ধামাল করছে এই ধারাবাহিকটি। দর্শকরা একদিকে বলছেন এই ধারাবাহিক তাদের কাছে একঘেয়ে উঠেছে। আবার দেখা যাচ্ছে এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় শ্রেষ্ঠ আসন দখল করছে।
তবে সে যাই হোক। ধারাবাহিকটি যে বিভিন্ন চমক এনে দর্শকদের সমানেই মনোরঞ্জন করে চলেছে এবং সেই যাত্রায় সফল হয়েছে তা বলাই যায়। তবে এবার এই ধারাবাহিকের দর্শকরা একটু হলেও নায়ক নায়িকার মধ্যে মিলন দেখতে চায় কিন্তু সেটারই বড্ড অভাব। কোনভাবেই এই ধারাবাহিকে নায়ক-নায়িকার মিলন দেখানো হচ্ছে না।
উপরন্তু এই ধারাবাহিকে ক্রমাগত নায়ক সূর্য নায়িকা দীপাকে অপমান অপদস্থ করে চলেছে। চোখের সামনে সমস্ত তথ্য প্রমান থাকলেও তাতে বিশ্বাস না করে দীপাকে অবিশ্বাস করাই যেন জীবনের একমাত্র ধর্ম হয়ে উঠেছে সূর্যর জীবনে। আর যা একেবারেই ভালো লাগছে না দর্শকদের। সূর্যের ক্রমাগত মিশকাকে বিশ্বাস করে দীপাকে অবিশ্বাস করা কবে বন্ধ হবে সেটা জানতেই উদগ্রীব দর্শকরা।
এই মুহূর্তে এই ধারাবাহিকে দেখানো হচ্ছে রূপাকে সঙ্গে করে সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে এসেছে দীপা। অর্থ কষ্টে শুরু হয়েছে তাদের। সোনার কাছে গিয়ে দীর্ঘদিন থাকার জন্য সব জায়গায় কাজ হারিয়ে ফেলেছে দীপা। এই পরিস্থিতিতে সে একটা কাজ জোগাড় করে সে। একটি বাড়িতে মালির কাজ। কিন্তু রূপাকে মিথ্যা বলে সে। সে রূপাকে বলে সে অফিস কাজ পেয়েছে। এরপর সে ওই বাড়িতে কাজের কথা বলতে যায় কিন্তু সেখানেই তার সঙ্গে দেখা হয় পরাগ নামে এক ব্যক্তির। এবং এই ব্যক্তি একেবারেই সুবিধার নয়।
পরাগ নামক এই লোকটা দীপাকে ভীষণ নোংরা চোখে দেখছিল। আর ওই বাড়িতে কাজ করেই দীপাকে অন্ন সংস্থান করতে হবে। তার হাতে আর অন্য কোন উপায় নেই। আর তাই বিপদকে উপেক্ষা করে রূপার জন্য সে এই কাজে জয়েন করে। অবশ্য প্রথম দিন মালিকের বাড়িতে অনেক অতিথি আসায় মালকিন দীপাকে রান্নার কাজে সাহায্য করতে বলে। যথারীতি সেই কাজই করছিল দীপা আর তখন তার সঙ্গে নোংরা আচরণ করে পরাগ।
দীপাকে কিভাবে অসম্মানের হাত থেকে বাঁচাবে সূর্য?
অন্যদিকে রূপা দীপাকে ফোন করে ফোনে না পেয়ে সূর্যকে ফোন করে। সে তারপর সূর্যকে সঙ্গে নিয়ে দীপার ওই কাজের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে সূর্য দীপার নাম ধরে ডাকতে থাকে। সূর্যর গলা শুনে ছুটে এসে সূর্যকে জড়িয়ে ধরে দীপা। এইরকমই দারুণ উত্তেজক পর্ব আসতে চলেছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায়।