সবাইকে চমকে দিয়ে গোপন তথ্য ফাঁস করলেন উড়ানের পূজারিণী ওরফে রত্নাপ্রিয়া দাস! তার স্বীকারোক্তিতে শোরগোল নেট পাড়ায়! কি বললেন তিনি?

জি বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No.1) মঞ্চ আবারও রঙিন হয়ে উঠতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীদের উপস্থিতি আর‘রচনা বন্দ্যোপাধ্যায়ের’ (Rachana Banerjee) সেই চেনা সঞ্চালনায়। আবারও মজার আড্ডা, খুনসুটি আর নানা অজানা গল্পের খেলা উপভোগ করবেন দর্শকরা। তবে এবারের পর্বে অংশ নিতে চলেছেন একঝাঁক নতুন এবং চেনা মুখ, যাঁদের টেলিভিশনের পর্দায় ইতিমধ্যে জনপ্রিয়তা তুঙ্গে।

তবে এখানেই শেষ নয়, হাসি-মজার ফাঁকে এবারও বেরিয়ে আসতে চলেছে তাঁদের গোপন তথ্য! এই পর্বে হাজির ছিলেন ‘উড়ান’ ধারাবাহিকের নায়িকা পূজারিণী ওরফে ‘রত্নাপ্রিয়া দাস’ (Ratnapriya Das )। ছোটপর্দার এই মিষ্টি অভিনেত্রী কিন্তু বাস্তব জীবনে বেশ খোলামেলা মেজাজের একটি মেয়ে। তাই খেলার ছলেই নিজের গোপন তথ্য ফাঁস করেন রত্নাপ্রিয়া নিজেই! যা শুনে রচনা বন্দ্যোপাধ্যায়ও খানিকটা থমকে যান।

আর এই নিয়েই দর্শকের কৌতূহল চরমে— ঠিক কী এমন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, যা সবাইকে অবাক করে দিল? আসলে রত্নাপ্রিয়া অকপটে স্বীকার করেছেন, তিনি নাকি ভীষণ ‘পিটপিটে’ স্বভাবের! এই স্বীকারোক্তিতে রচনা মজা করে প্রশ্ন ছুড়ে দেন, এতে নিশ্চয় মা-বাবা খুব খুশি হন? কিন্তু এখানেই আসে আসল চমক— রত্নাপ্রিয়া জানান, তাঁর মা বরং ঠিক উলটো প্রতিক্রিয়া দেখান!

রচনাও হেসে গড়িয়ে পড়েন অভিনেত্রীর সরল স্বভাবে। এইসব খুনসুটির মধ্যেই আরও এক মজার ঘটনা ঘটে যায়। রচনা এবার পাশের প্রতিযোগী ইন্দ্রাক্ষীর দিকে ইশারা করে প্রশ্ন ছুড়ে দেন, যার উত্তরে লজ্জায় মাথা নিচু করে ফেলেন ইন্দ্রাক্ষী নিজেই! পূজারিণী ভক্তদের জন্য আরও চমক ছিল এই পর্বে। রত্নাপ্রিয়া জানান, তিনি যে শুধু অভিনয় নয়, রান্নাতেও সমান পারদর্শী!

আরও পড়ুনঃ রাজবাড়িতে বন্দী বড় রানীর অতীত এলো সবার সামনে! বড় রানীর মধ্যেই ফুলকি খুঁজে পেল নিজের মাকে! এবার প্রকাশ্যে আসতে চলেছে ফুলকির অতীত

পাশাপাশি, ‘গীতা এলএলবি’ ধারাবাহিকের খলনায়িকা ইন্দ্রাক্ষী এবং ‘পুবের ময়না’র নায়িকা ঐশানি দেও ছিলেন এই বিশেষ পর্বে। পর্বটি সম্প্রচারিত হয় রবিবার ২৭ এপ্রিল, মজার সানডে স্পেশ্যাল পর্ব, যেখানে একসঙ্গে জমে উঠেছিল খেলা, গল্প আর ব্যাক্তিগত জীবনের নানান দিক। আপনি যদি এই পর্ব মিস করে গিয়ে থাকেন, তাহলে চিন্তা নেই! জি ফাইভ অ্যাপে গিয়ে যেকোনও সময়ে এটি দেখতে পারেন।