Sandhyatara: এই প্রথমবার সন্ধ্যার কাজে খুশি আকাশনীল! তবে কি তারাকে ভুলে‌ যেতে রাজি হল সে?

এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল সন্ধ্যাতারা (Sandhyatara)। একের পর এক ধামাকাদার সব পর্ব নিয়ে নিত্যদিন হাজির হচ্ছে জলসার জনপ্রিয় এই মেগা সিরিয়ালটি। প্রত্যেক দিনের পর্বে ফুটে উঠছে বিভিন্ন সব চমক। টানটান উত্তেজনায় পরিপূর্ণ এই ধারাবাহিকটি দর্শকদের টিভির সামনে বসতে বাধ্য করছে।

সন্ধ্যা কি জানতে পেরে যাবে তারা ও আকাশনীলের সম্পর্কের কথা?

উল্লেখ্য, এই গল্পের মূল আকর্ষণ দুই বোন সন্ধ্যা এবং তারা। তারা দুজন একে অপরকে নিজেদের প্রাণের থেকেও বেশি ভালোবাসে।‌ তারা দুজন দুজনের জন্য সবকিছু করতে পারে।আর সেই কারণেই দিদির জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছেন তারা। অন্যদিকে আবার তারার প্রেমিককে নিয়ে খোঁজখবর নিচ্ছে সন্ধ্যা। আসলে তারা সমস্ত সত্যি জানলেও সত্যি সম্পর্কে অবগত নয় সন্ধ্যা।

অন্যদিকে আবার সন্ধ্যার বর আকাশনীল জানে না যে তারাই সন্ধ্যার বোন। হঠাৎ করে কেন তারা সম্পর্ক ভেঙে দিল তা বুঝে উঠতে পারছে না আকাশনীল। সে খুঁজে চলেছে তারাকে। অন্যদিকে আবার নিজেকে সুন্দর করে গড়ে নেওয়ার জন্য পার্লারে গেছে সন্ধ্যা। সেখানেও বাঁধিয়েছে ধুন্ধুমার। আসলে আকাশনীল সন্ধ্যাকে ভালো না বাসলেও তার ভালোবাসা আদায় করে নিতে বদ্ধপরিকর সন্ধ্যা।

আকাশনীল কি ধীরে ধীরে প্রেমে পড়ছে সন্ধ্যার?

আকাশের ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারে সে। অন্যদিকে আবার এই গল্পে দেখা যায়, কুটনি পিসি ঠাম্মা আর পিসিকে শাস্তি হিসেবে রান্নার নির্দেশ দিয়েছে আকাশ। তবে তারা শুধুমাত্র ভাত, ডাল আর কালো কালো আলু ভাজা রান্না করেছে আর যা দেখে মাথা গরম হয়ে যায় আকাশনীলের।‌ এই দিয়ে খাওয়া যায় নাকি! এই দেখে তাদের শাস্তি দ্বিগুন করে দেয় সে।

কিন্তু সেই সময় সবাই কি অবাক করে দিয়ে এক থালা ইলিশ মাছ ভাজা নিয়ে আসে ওই বাড়ির পরিচারিকা জ্বালাময়ী। আর যা দেখে জ্বালা দিদির ভূয়সী প্রশংসা করে আকাশ। কিন্তু তখন সে জানায় এটা তার বুদ্ধি নয় বরং সন্ধ্যাই তাকে মাছ ভেজে রাখতে বলেছিল। যাতে অন্তত সবাই দুপুরে কিছু খেতে পারে। আর সন্ধ্যার এই বুদ্ধি দেখে বেশ খুশি হয়ে যায় আকাশনীল। তবে কি ধীরে ধীরে সন্ধ্যার প্রেমে পড়ছে সে?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

You cannot copy content of this page