দীপাকে ছেড়ে সন্ধ্যাকে আদর লাবণ্য সেনগুপ্তর! এবার কি সূর্যর নতুন প্রেমিকা হয়ে আসছে অন্বেষা?

স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। ধারাবাহিকটি বেশ জমজমাট হয়ে উঠেছে। ধারাবাহিকের প্রধান চরিত্রে রয়েছেন অন্বেষা হাজরা (Annwesha Hazra), যাঁর ভক্তের সংখ্যা কম নয়। ধারাবাহিকটি দর্শকমনেও বেশ ভালো জায়গা করে নিয়েছে। আমরা এই সিরিয়াল থেকে পেয়েছি দুটি সুন্দর সম্পর্ক। এক, বোনেদের মধ্যে রয়েছে একে অপরের প্রতি এক গভীর ভালোবাসা। দুই, শাশুড়ি ও বৌমার মধ্যে রয়েছে মা ও মেয়ের এক সুন্দর সম্পর্ক।

শাশুড়ি ও বৌমার এরূপ সম্পর্ক আজকাল খুঁজে পাওয়া অসম্ভব, সে রিল লাইফ হোক বা রিয়েল লাইফ। ধারাবাহিকে বিজয়া মাঠান তার বৌমা সন্ধ্যাকে (Sandhya) অসম্ভব ভালোবাসে। হয়তো মায়েরাও এতটা ভালোবাসা দিতে পারেনা সন্তানদের। অন্যদিকে, স্টার জলসার আরেকটি জনপ্রিয় বেঙ্গল টপার সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সেই ধারাবাহিকেও লাবণ্য (Labonyo) ও দীপার (Deepa) মধ্যে রয়েছে এমনই এক সম্পর্ক।

যদিও গল্পের প্রথমে শাশুড়ি ও বৌমার মধ্যে তেমন ভালো সম্পর্ক ছিল না, তবে বর্তমানে এদের সম্পর্কে এসেছে খুব টান-ভালোবাসা। আমরা জানি, সম্প্রতি সূর্য (Surjyo) ও দীপার মধ্যে মিল হয়েছে। সূর্য নিজের ভুল বুঝতে পেরে দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে এনেছে। এদিকে মিশকা (Mishka) সূর্য ও দীপাকে আলাদা করার জন্য উঠেপড়ে লেগেছে।

মিশকাকে সরাতে এবার দীপা প্ল্যান করছে। সে চায়না আর তাদের জীবনে কোনও বাধা আসুক। তাই দীপা সকলের সামনে মিশকার মুখোশ ফাঁস করতে চলেছে। তবে কি আর কিছুদিন পরই গল্পে ভিলেনের পার্ট শেষ হয়ে যাবে? শোনা যাচ্ছে, মিশকার পর সূর্যের আরেক গার্লফ্রেন্ড এন্ট্রি নেবে ধারাবাহিকে। আর এই চরিত্রে থাকবেন অন্বেষা হাজরা। সন্ধ্যাকে ভালোবেসে আপন করে নেবে লাবণ্য।

Anurager Chhowa

দেখা যাচ্ছে, দীপাকে ভুলে অন্বেষাকে আপন করে নিল লাবণ্য। ভালোবেসে তাকে ফুচকা খাইয়ে দিচ্ছে। হঠাৎ কি হল? লেখিকা গল্পে কোন মোড় আনতে চাইছে? আসল কথা হল, লাবণ্য ও অন্বেষার এই ছবি রিল লাইফের নয় রিয়েল লাইফে। এক অনুষ্ঠানে লাবণ্য অন্বেষাকে ভালোবেসে ফুচকা খাইয়ে দেয়। উক্ত ছবিটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের।

You cannot copy content of this page