বিয়ে হয়ে গেল লালন চড়ুইয়ের! ফুলঝুরির ন্যাকামোতে শেষ লালনের প্রেম, ‘নকশিকাঁথা পার্ট ২’, রাগে ফুঁসছেন ধূলোকণা দর্শকরা
স্টার জলসা সিরিয়ালের একের পর এক যেভাবে টুইস্ট আনা হচ্ছে দর্শক তা দেখে বিরক্ত এবং বারবার রিজেক্ট করছে সেই টুইস্টগুলোকে। মন ফাগুনের নকল প্রিয়দর্শিনী টুইস্টে সাধারণ মানুষ রেগে গেছিল তবে এবার ধূলোকণা সিরিয়ালে যা হতে চলেছে তা দেখে ভীষণ ক্ষিপ্ত সকলে।
স্টার জলসা সিরিয়াল গুলো বরাবরই একটু অন্য ধাঁচের হয়। অনেকে বলে থাকেন যে স্টার জলসা হলো পর’কীয়া স্পেশালিস্ট।আসলে এখানে স্টার জলসার কোন দোষ নেই, সবটাই চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলীর দোষ। তিনি সমস্ত সিরিয়ালে পর’কীয়া ঢোকাতে খুব ভালোবাসেন, এমনটাই মত নেটিজেনদের। শ্রীময়ী,আয় তবে সহচরীকে নিজের হাতে নষ্ট করেছেন লীনা গাঙ্গুলী। আর এবার ধূলোকণাকেও তিনি শেষ করে দিলেন।
প্রথমদিকে কিন্তু এই সিরিয়াল বেশ ভালো হতো কিন্তু যত দিন যেতে লাগল ততো লালনকে নিয়ে চড়ুই আর ফুলঝুরির টানাটানি দেখতে দেখতে ক্লান্ত দর্শকরা।এক বছর হতে চলল এখনো লালনের সঙ্গে ফুলঝুরির প্রেম-ভালোবাসা-বিয়ে তো হলোই না বরং দুজনের নাটকে দর্শকরা তিতিবিরক্ত।গত সপ্তাহে লালন ফুলঝুরির বিয়ে হবে এই আশায় দর্শকরা ভালোমতো সিরিয়ালটি দেখেছিলেন বলে টিআরপি রেটিংয়ে মিঠাইকে ছিটকে দিয়েছিল ধূলোকণা।চলতি সপ্তাহের টিআরপি রেটিং বেশি থাকবে একথা একদম শিওর তার কারণ গল্পে যেভাবে টুইস্ট আনা হচ্ছে তা লোকে দেখবেই।
ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ফুলঝুরিকে ঘরে আটকে রেখেছে চড়ুই, নিয়ে নিজে কনে সাজে বসে পড়েছে লালনের পাশে। চড়ুইয়ের জীবনের একটাই লক্ষ্য, লালনকে বিয়ে করা। অন্যদিকে ফুলঝুরি ন্যাকামো করে লালনের বাবার কথা শুনে লালনকে বিয়ে করতে রাজি নয়।তার ডায়লগ শুনে রাগে দাঁত কিড়মিড় করছে দর্শকদের। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে লালন চড়ুইয়ের হাত ধরে বুঝেছে যে এটা ফুলঝুরি তো নয়।
তারপরেও লালন চড়ুইকে সিঁদুর পরাবে আর বিয়ে হয়ে যাবে লালন চড়ুইয়ের। এমনটাই দেখানো হবে আজকের পর্বে।তার কিছু দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে আর তা দেখে রাগে ফেটে পড়েছে দর্শকরা।সকলেই বলছেন যে এরকম নোংরা চিন্তাভাবনার সিরিয়াল যে কী করে টিআরপি রেটিং পায় তা ভাবাই যাচ্ছেনা।
তবে যতদূর মনে হচ্ছে যে এটা হয়তো চড়ুইয়ের স্বপ্ন হলেও হতে পারে যে সে ভাবছে লালন তার সিঁথিতে সিঁদুর দিয়েছে। আসলে ফুলঝুরির বাবা মায়ের পরিচয় নিয়ে কি বিয়ে হবে ফুলঝুরি আর লালনের? সেটা দেখার জন্য দর্শককে রোজ দেখতে হবে ধূলোকণা।