গিনির বৌভাতের আগেই হবে নীল-ময়ূরীর বিয়ে! ঘটে গেল বড় কাণ্ড! ধামাকা পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকটি যদিও শেষ হয়ে যাওয়ার পথে এগোচ্ছে বলেই গুঞ্জন শোনা যাচ্ছে। প্রোডাকশনের সঙ্গে চ্যানেলের কিছু সমস্যার কারণে ধারাবাহিকটি বন্ধ করে দেবে, এমনটা মনে করছেন অনেকে। যদিও বর্তমানে ধারাবাহিকে চলছে ধামাকাদার পর্ব। সম্প্রতি গিনির (Gini) সঙ্গে রূপের (Roop) বিয়ে সম্পন্ন হয়েছে। আর বিয়ের পরই একে একে রূপের আসল চেহারা গিনির সামনে প্রকাশ পাচ্ছে।

মেঘ (Megh) আগেই গিনিকে এই বিয়েটা করতে বারণ করে। কিন্তু গিনি মেঘকে একেবারেই পছন্দ করে না। অন্যদিকে ময়ূরী (Mayuri) মেঘের শ্বশুরবাড়ির কাছে মেঘকেই খারাপ করে। ময়ূরী বলে, রূপ একটা ভালো ছেলে। ময়ূরীর কথায় বিশ্বাস করে মেঘকে ভুল বুঝে নীল (Neel) মেঘকে দূরে ঠেলে দেয়। বর্তমানে নীল সিদ্ধান্ত নিয়েছে মেঘকে ডিভোর্স দিয়ে ময়ূরীকে বিয়ে করবে।

নীলের মাও ময়ূরীকে খুব ভালোবাসে। সে মনে করে, ময়ূরী খুবই ভালো একটি মেয়ে। আসলে নীলের মা জানে না ময়ূরী তাকে কিভাবে বোকা বানাচ্ছে। তবে সত্যি সামনে আসতে আর বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি গিনি সকলের সামনে হয়তো রূপের আসল চেহারা তুলে ধরবে। বৌভাতের সকালেই গিনি রূপের বিয়ের আসল মতলব জেনে গিয়েছে। কিন্তু গিনির শ্বশুরবাড়ির ভয়ে রূপ নাটক করে গিনির কাছে ক্ষমা চায়।

গিনি একসময় রূপকে বিয়ে করবে বলে বাড়ির সকলের উপর চড়াও হয়েছিল। এবার রূপের আসল চেহারা দেখে গিনি সকলকে খুলে সবটা বলতে ভয় পাচ্ছে। তবে কি ভয়ের জেরে গিনি চুপ থাকবে? নাকি গিনির মুখে সবটা জেনে সকলেই নিজেদের ভুল বুঝতে পারবে? গিনির বৌভাতে যাওয়ার আগেই নীলের মা মীনাক্ষী আসে ময়ূরীর বাড়ি।

ময়ূরীর মাকে জানায়, সে ময়ূরীকে নীলের বউ হিসাবে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে চায়। ময়ূরী প্ল্যান এবার সফল হওয়ার পালা। নীলের মা ময়ূরীর উপর বিশ্বাস করে আরও বড় ভুল করতে চলেছে। তবে কি গিনির মুখে সব সত্যি জানার আগেই ময়ূরীর সাথে নীলের বিয়ে হয়ে যাবে? নাকি বিয়ের দিনই ময়ূরী ও রূপ দুজনেরই আসল চেহারা সকলের সামনে আসবে? ধারাবাহিকের আসন্ন নতুন ট্যুইস্টের জন্য অপেক্ষায় সকলেই।

You cannot copy content of this page