পচা আন্টিকে জব্দ করতে খাবারে ঝাল মিশিয়ে দিল সোনা-রূপা! মিশকার চোখের জলে নাকের জলে অবস্থা দেখে হেসে খুন নেটিজেন

জি বাংলার ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার (Anurager chowa) সাফল্যের অন্যতম কারণ দুই খুদে চরিত্রাভিনেত্রী সোনা এবং রূপা। নায়ক-নায়িকা তো বটেই এই দুই খুদের অভিনয়ে মুগ্ধ বঙ্গদর্শক সমাজ। বাংলা টেলিভিশনে এই মুহূর্তে শ্রেষ্ঠ ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় অন্যতম স্তম্ভ এই দুইজন। বলা যায় প্রত্যেক সপ্তাহে টিআর পি তালিকায় প্রথম স্থানে থাকার সাফল্যের চাবিকাঠিও এই দুজন‌ই।

প্রসঙ্গত উল্লেখ্য এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সূর্য-দীপার মাঝখানে ভিলেন হয়ে কাজ করছে সূর্যর বেস্ট ফ্রেন্ড মিশকা। আসলে মিশকার জীবনের একমাত্র লক্ষ্য সূর্যকে বিয়ে করা। এবং তার জীবনের পথের কাঁটা তিনজন দীপা এবং তার দুই কন্যা সোনা এবং রূপা।

আর সূর্যকে পাওয়ার লক্ষ্য পূরণে বারবার এই তিনজনের উপর আক্রমণ করেছে মিশকা‌। তাদেরকে চিরটা কালের মতো এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে সে বারবার। সোনা রূপা যে সূর্য এবং দীপার সন্তান সেই সত্যিটা প্রকাশ্যে আসার ক্ষেত্রে বারবার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মিশকা‌। অর্থাৎ সূর্য-দীপার ঘর ভাঙার মূল কারণ মিশকা।

সূর্যর দীপাকে ক্রমাগত ভুল বোঝার পিছনে যে মানুষটার হাত রয়েছে সেটা হলো মিশকা। আসলে সেই একটি জাল রিপোর্ট বানিয়ে সূর্যকে বলেছিল যে তার মধ্যে বাবা হওয়ার কোনও ক্ষমতা নেই। সূর্য কোনদিনই বাবা হতে পারবেনা। আর সেই কারণবশতই সূর্যর ধারনা হয় রূপা যদি দীপার সন্তান হয় তাহলে রূপার বাবা নয়। কারণ তার বাবা হওয়ার ক্ষমতাই নেই। তাহলে অন্য কোন পর পুরুষের সঙ্গে সম্পর্কজনিত কারণে রূপার জন্ম।‌ আর সেই থেকেই দীপাকে ঘেন্না পাওয়া শুরু করে সূর্য।

যদিও সম্প্রতি সূর্যর দুই মেয়ে সোনা এবং রূপা জেনে গেছে তাদের জন্ম বৃত্তান্ত।‌ এবং এটাও জেনেছে যে এই মিশকার কারণেই তাদের বাবা তাদেরকে মেনে নিতে পারছে না। আজ সেই কারণেই সোনা মনে মনে রাগ পুষে রেখেছিল মিশকার ওপর। একটি অনুষ্ঠান বাড়িতে গিয়ে সূর্য এবং মিশকা খেতে বসে, তাদের সঙ্গে গিয়েছিল সোনা এবং রূপাও। আর সেই বাড়িতেই রান্নার কাজ করছে দীপা। যদিও সেটা সূর্য, সোনা, রূপা, মিশকা কেউই জানত না। শুধুমাত্র খাবারের স্বাদেই সোনা রুপা এবং সূর্য বুঝতে পারছিল এটা দীপার হাতের রান্না। আর এই অনুষ্ঠান বাড়িতেই সোনা মিশকার খাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয় । আর যা খেয়ে চিল চিৎকার জোড়ে মিশকা। আর মিশকার এহেন অভদ্র আচরণ দেখে বেজায় রেগে যায় সূর্য। অন্যদিকে হাসতে শুরু করে সোনা রূপা।