নীলের ভগবানের প্রতি বিশ্বাস, মেঘের জন্য ভালোবাসার আকুতি জ্ঞান ফেরালো মেঘের! বদলাচ্ছে ইচ্ছে পুতুলের গল্প! 

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা টেলিভিশন প্রেমীদের কাছে দারুণ রকমের জনপ্রিয়, উৎকৃষ্ট একটি সিনেমা হল ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে দুঃখ, কষ্ট, আনন্দ, ভালোবাসা, প্রেম, বন্ধুত্ব, শত্রুতার । বর্তমান সময়ে দাঁড়িয়ে জি বাংলার পর্দায় অন্যতম জনপ্রিয় এবং দর্শক প্রিয় ধারাবাহিকের নাম হল ইচ্ছে পুতুল (Ichhe Putul) । এই ধারাবাহিকটি এই মুহূর্তে বাঙালি দর্শকদের মনে দারুণ রকম প্রভাব বিস্তার করেছে।

এই মুহূর্তে বাঙালি দর্শকরা এই ধারাবাহিকটি দেখতে ভীষণ পছন্দ করেছেন। আর করাটাই বোধহয় উচিত। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব উত্তেজনায় ভরপুর। টানটান রোমাঞ্চ, উত্তেজনার দুর্দান্ত মিশেল এই ধারাবাহিক

দেখতে এতটাই বেশি পছন্দ করছেন বাঙালি দর্শকরা। আসলে ভালো গল্পের আকর্ষণ দুর্নিবার।

বর্তমান সময়ের গল্প অনুযায়ী দেখানো হচ্ছিল রূপ এবং ময়ূরীর ষড়যন্ত্রের শিকার হয়ে এখন বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেঘ। ভীষণই ক্ষীণ হয়ে ওঠে তার বাঁচার আশা। কিন্তু এইবার মেঘের বাঁচার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গেছে। একটু ওষুধ কোথাও পাওয়া যাচ্ছে না। আর সেটা না দিলে মেঘের মৃত্যু অনিবার্য। মেঘের শরীরে বাসা বাঁধতে শুরু করেছে ব্যাকটেরিয়া‌। চিকিৎসক মেঘের বাবাকে বলে দিয়েছেন, ‘আপনাকে আর কোনও মিথ্যে আশা দেবোনা। মেঘের শরীর ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গেছে। ওর হাতে একেবারেই সময় নেই।’

আর যথারীতি চিকিৎসকের মুখে এই কথা শুনে মেঘের বাবা খুব ভয় পেয়ে যান। অন্যদিকে মেঘের খবর জানার জন্য এক ওয়ার্ড বয়কে ঠিক করে নীল। হাত জোড় করে তার কাছ থেকে মেঘের খবর জানতে চায় সে। মেঘের বর্তমান অবস্থা বদলে গিয়েছে সেই সন্দেহবাতিক নীলকে। মেঘের প্রতি সে যে অন্যায় করেছে, অবিচার করেছে সেটা যেমন সে বুঝেছে, তেমনই তার মেঘের প্রতি ভালোবাসাও খাঁটি।

যে ছেলেটা কোনোদিন মন্দিরে যায়নি, যে ভগবানে বিশ্বাসী নয়, সে মেঘের জন্য ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করে ঠাকুরের ফুল নিয়ে মেঘের কাছে আসে। শুধু তাই নয়, মেঘের কাছে গিয়ে তার মাথায় ঠাকুরের ফুল ঠেকিয়ে দেয়। এমনকি সে বলে মেঘের ভালো হ‌ওয়ার জন্য সে নিজের প্রাণ দিয়ে দিতে প্রস্তুত। এরপর দেখা যায়, ঠাকুরের আশীর্বাদী ফুল মিষ্টি মেঘের মাথায় নীল ছোঁয়ানোর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে তার। আর ভালোবাসার এই দৃশ্য দেখার অপেক্ষাতেই ছিল দর্শকরা।

You cannot copy content of this page