স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথা (Katha)। শুধু জনপ্রিয় বলা ভুল, এই ধারাবাহিক এখন বেঙ্গল টপার। গত সপ্তাহ থেকে ধারাবাহিকের টিআরপি উপরের দিকে উঠছিল। এবার একেবারে শীর্ষাসনে বসে রাজত্ব করছে কথা-অগ্নিভর জুটি। সবাইকে হারিয়ে এক নম্বরে চলে গিয়েছে জলসার এই ধারাবাহিক। আর কথার হাত ধরে বাজি জিতেছে জলসাও। তবে বেঙ্গল টপার হতেই গল্পে আশ্চর্য মোড়! নতুন প্রোমো (New Promo) দেখে খচে লাল নেটিজেনেরা।
জি বাংলার সঙ্গে সিরিয়াল যুদ্ধে অনেকদিন ধরেই পিছিয়ে ছিল স্টার জলসা। তবে কথা ও অগ্নিভর টানটান রোমান্সে ভরা রসায়ন ও গল্পের দুর্দান্ত টার্ন ধারাবাহিককে বিগত কয়েকদিনে জনপ্রিয় করে তুলেছে। যে কারণে পর্ণা, ফুলকি, জগদ্ধাত্রীর মত তাবড় তাবড় প্রতিযোগীদের হারিয়ে মাথায় মুকুট পরতে পেরেছে জলসার ধারাবাহিক কথা। শুধু কথা নয়, এগিয়ে এসেছে গীতা এলএলবিও। এই সপ্তাহের রেজাল্টের পর মুখে চওড়া হাসি জলসার।
সঞ্চালনা, বড় পর্দার সামলে টেলিভিশনে ফেরত আসা কথার নায়ক সাহেবের কাছে চ্যালেঞ্জের ছিল। অন্যদিকে পরপর দুটি ধারাবাহিকের প্রধান চরিত্রের পর কথার হাত ধরে নতুন করে কামব্যাক করেন নায়িকা সুস্মিতা। যেহেতু এই ধারাবাহিক এখন বেঙ্গল টপার, তাই গল্পে আংশিক পরিবর্তন আনার চেষ্টা করছে জলসা। তবে তার সাথে যেন হুবহু মিল পাওয়া গেল সুপারহিট মুভি কাভি খুশি কাভি গম-এর। যা মোটেই ভালোভাবে নিচ্ছেন না দর্শক।
প্রকাশ্যে চলতি সপ্তাহের বেঙ্গল টপার কথা ধারাবাহিকের নতুন প্রোমো। দেখা যাচ্ছে, মুষলধারে বৃষ্টি। সকলে বৃষ্টিতে ভিজতে ভিজতে কান্নাকাটি করছে। কথার বাবা মারা গেছে। হাউহাউ করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাঁদছে ধারাবাহিকের নায়িকাও। কাঁদতে কাঁদতে কথা বলে, আমরা অনাথ হয়ে গেলাম। ঠিক সেই সময়
অগ্নিভ এসে দাঁড়ায়, এবং বলে একদিন আমি তোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে অস্বীকার করেছিলাম আজ স্বেচ্ছায় সেই দায়িত্ব নিলাম। ‘পাচক বাবুর’ কথা শুনে অগ্নিভর দিকে তাকিয়ে থাকে কথা।।
আরও পড়ুন: কেয়া বাত! জেঠুর বুদ্ধির জোরে পর্ণাকে নিয়ে দত্ত বাড়িতে ফিরল সৃজন! স্মৃতি কী ফিরবে নায়িকার? নিম ফুলে বিরাট ধামাকা
কথার নতুন প্রোমো দেখে নেটিজেনেরা কি বলছেন?
জলসার তরফে নতুন প্রোমো সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনেরা। সরাসরি বলছেন, “এটা কি কাভি খুশি কাভি গম পার্ট টু!” “নাকি কম বাজেটের কাভি খুশি কাভি গম?” কেউ কেউ তো সাহেবকে ‘সস্তার শাহরুখ খান’ আর সুস্মিতাকে ‘সস্তার কাজল’ বলে অভিহিত করছেন! কেউ কেউ লিখছেন, “কাভি খুশি কাভি গাম এর লাইট ভার্সন”। আবার কেউ বলছেন, “যাই হোক ব্যাপারটা কিন্তু খারাপ লাগছে না।”