শুধু রাহুলের মুখে চুনকালি মাখানো হয়নি, হতচ্ছাড়ি দ্যুতির মুখেও ধরে চুনকালি মাখানো হয়েছে গাঁটছড়ায়!দেখুন সেই অদেখা ভিডিও

টিআরপি রেটিং লিস্টে আবার এসেছে বড় চমক এবং সসম্মানে প্রথম স্থানে ফিরে এসেছে স্টার জলসার গাঁটছড়া।গত দুই-তিন সপ্তাহ ধরে গাঁটছড়া নিজের প্রথম স্থান ধরে রাখতে পারছিল না কিন্তু গত দু-তিন সপ্তাহ ধরে যে এপিসোড হয়েছে এবং বর্তমানেও এপিসোড হচ্ছে তাতে গাঁটছড়া যদি এই সপ্তাহের প্রথম না হতো তাহলে দর্শকরা খুবই হতাশ হতেন।

আমরা দেখেছি গতকাল খড়ি কী কীর্তিটাই না করেছে। রাহুলকে এক ধাক্কায় মাটিতে ফেলে মা দুর্গার মত তার বুকে পা দিয়ে উঠে দাঁড়িয়েছে আর রাহুল সেই সময় সত্যি ভয় পেয়ে গেছিল। এরপর তো আমরা দেখেছি পর্দা সরতেই রাহুল এবং তাঁর সেই গুন্ডাকে চুনকালি মাখিয়ে কোমরে দড়ি বেঁধে দাঁড় করিয়ে রেখেছিল খড়ি। পরে তাদের পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয় এবং ফাঁকতালে কেটে পড়ে দ্যুতি।

যদিও সকলেই মনে মনে এবং কমেন্ট বক্সে বলছিলেন যে দ্যুতির মুখেও কালি লাগানো হলে ভালো হতো। তাদের সেই আশা অবশেষে পূরণ হয়েছে। দ্যুতির পুরো মুখে চুন কালি মাখা অবস্থায় ছবি আর ভিডিও ভাইরাল হয়েছে।

তাহলে কি এপিসোডের এই দৃশ্যটা কাট করা হয়েছে? আসলে সেটা নয়। দ্যুতি রাহুলকে নিয়ে মেকআপ রুমে প্রচন্ড মজা ওড়াচ্ছিল বলে রাহুল দৌড়ে গিয়ে দ্যুতির গালে নিজের গাল থেকে কালি নিয়ে মাখিয়ে দেয়। সেই বিহাইন্ড দ্যা সিন ভিডিও নিজেই শেয়ার করেছে শ্রীমা ভট্টাচার্য অর্থাৎ দ্যুতি।

যা দেখে হেসে কুটিপাটি দর্শকরা। তারা বলছেন যে বেশ হয়েছে অন্তত এপিসোডে না হোক, কালি মেখেছে দ্যুতি শেষ পর্যন্ত। এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

You cannot copy content of this page