গুরুদেবের খাবারে পেঁয়াজ মিশিয়ে রাঙাকে বাড়ি থেকে বের করার ছক কষল বৃন্দা! উচিৎ জবাব দিল রাঙা
Rangamoti Tirandaj Today Episode: স্টার জলসার ( Star Jalsha ) জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’ (Rangamoti Tirandaj )। গল্পের নায়িকা রাঙা সদ্য একলব্যের প্রেমিকাকে আগুনের হাত থেকে বাঁচিয়েছে। অপরদিকে পণ্ড করেছে বৃন্দার পরিকল্পনা। সে চেয়েছিল রাঙা মদ্যপ হয়ে নাচানাচি শুরু করুক। আর সেই ভিডিও শাশুড়িকে দেখিয়ে বাড়ি থেকে বের করবে তাকে।
রাঙামতি তিরন্দাজ আজকের পর্ব ২৩ই অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 23th October)
বৃন্দা চলে ডালে ডালে আর রাঙা পাতায় পাতায়। সে মদ না খেয়েই লোকদের নেচে আনন্দ দেয়। তার টিচার দিদিমণি বুঝে ওঠার আগেই নিজেকে সামলে প্রমাণ করে সে। রাঙার উপর দিন দিন ভালোবাসা বেড়েই চলছে বুড়ো-বুড়ির। আর ততই বৃন্দার চোখে চক্ষুশূল হয়ে উঠছে রাঙা।
এবার গল্পে আসছে নতুন ট্র্যাক। বাড়িতে আসতে চলেছেন গুরুদেব। তাই সকালে উঠেই গোটা বাড়ি পরিষ্কার করে নিয়েছে রাঙা। গুরুদেব সাধারণ মানুষের মতো খাবার খান না। নিরামিষ খান। তাও পেঁয়াজ ও রসুন ছাড়া। গুরুদেবের খাবার তৈরির জন্য বাইরের রান্নার ব্যবস্থাও করা হবে।
তবে রাঙামতিকে বিপাকে ফেলতে নয়া পন্থার অবলম্বন করল বৃন্দা। সে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করে। রাঙা রান্নাবান্না ছেড়ে তাকে দেখতে গেলে ছোট বউয়ের ভাই গুরুদেবের খাবারে পেঁয়াজ মিশিয়ে দেয়। রাঙা কি বাঁচতে পারবে এই চাল থেকে? উত্তর মিলবে আসন্ন পর্বে।
আরও পড়ুনঃ এ কী কান্ড! বিয়ের আগেই প্রেগন্যান্ট সংগীতশিল্পী অরুণিতা কাঞ্জিলাল
এদিকে, রাঙাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে মেজ বউয়ের ভাই। রাঙা কি তাদের হাত থেকে বাঁচতে পারবে? এ নিয়ে চলছে জোর টানাটানি ও উত্তেজনাপূর্ণ পর্ব।