বাংলা ইন্ডাস্ট্রিতে অপরাজিতা আঢ্য নামটা শুনলেই সবার আগে ভেসে ওঠে তার অপরূপ সুন্দর মুখ এবং নিষ্পাপ হাসি আর অজস্র কথা। বহু বছর ধরে নিজের অসীম সুন্দর অভিনয় দিয়ে বাংলার দর্শকের মুগ্ধ করে যাচ্ছেন এই অভিনেত্রী। বড় পর্দা থেকে ছোট পর্দা অবাধ বিচরণ তার।
কিন্তু সেই অপরাজিতাই আজ নাকি কথা বলা কমিয়ে দিয়েছেন! কেন এমন বললেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টারে’র মুখ্য অভিনেত্রী তথা লক্ষ্মী কাকিমা অপরাজিতা আঢ্য! তার অভিনয় দেখে সুখ্যাতি করবে না এমন মানুষ রয়েছে খুবই কম।
সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নিয়ে এমন অনেক কথা বলতে শোনা গেল অপরাজিতা আঢ্যকে। অভিনেত্রী তার অভিনয়ের শুরুর দিন মনে করে বলেন, ‘যখন এই ইন্ডাস্ট্রিতে আসি, কিছুই বুঝতাম না জানেন। সবটাই মানিয়ে নিয়েছি। এখানকার আদবকায়দা, হাবভাব সবই কেমন যেন অচেনা ছিল। একটা ছোট্ট উদাহরণ দিই—মনে হত আমরা তো স্কুলেও একদিন যাই না, তাই একদিন শুটিংয়ে না গেলেই বা কী হবে? আসতাম সেই হাওড়া থেকে। শুটিংয়ে হয়তো যাব না ভেবেছি। অমনি দেখি গাড়ি নিয়ে সবাই ছুটে চলে গিয়েছে। আমায় খপাৎ করে তুলে এনে শুটিংয়ে বসিয়ে দিল।’
প্রসঙ্গত কথায় কথায় অভিনেত্রী বলেন, ‘আমি আগে প্রচণ্ড কথা বলতাম। কিন্তু যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি আমি কিন্তু তুলনামূলকভাবে কম কথাই বলি।’
এত কথা বলার একজন অভিনেত্রী থেকে হঠাৎ কম কথা বলার কারণ জিজ্ঞাসা করলে তিনি জানান, ‘আসলে বলা হয় যে, জীবনে যখন কেউ খুব স্থির হয়ে যাবে, তখন তাঁর কথা সবার আগে কমে আসবে। যাঁরা সাধক হন, তাঁরা কিন্তু খুব কম কথা বলেন। ঠিক একই রকম… কোনও মানুষের মধ্যে যখন ওই স্থিরতা আসবে , সেই বোধ আসবে… ভাষা অনেক কমে আসবে নিজে থেকেই। তাই আগে যতটা বকবক করতাম, এখন তার সিকিভাগও করি না।’