চ্যানেলে একের পর এক নতুন মেগা এসেই চলেছে। একটি চ্যানেল অন্য চ্যানেলকে টক্কর দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। নতুন নতুন গল্পের সিরিয়াল আসছে বিনোদন চ্যানেলগুলোতে। বর্তমানে চ্যানেল ধারাবাহিকের টিআরপির দিকে বিশেষ নজর দিয়েছে। টিআরপি কম হলেই সেই মেগাকে সরিয়ে নতুন মেগা জায়গা করে নেয়।
এভাবেই চ্যানেলের একের পর এক ভালো গল্প শেষ হয়ে যাচ্ছে। টিআরপি কম থাকলেও কিছু গল্প দর্শকদের ছিল খুব প্রিয়। এছাড়াও কিছুদিন ধরে চ্যানেলের সঙ্গে প্রোডাকশনের সমস্যার কারণ প্রোডাকশন নতুন মেগা আনতে চাইছে না বা তাদের চলতি মেগা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে। নতুন শুরু হওয়া মেগা যখন ইতির খাতায় নাম লেখায়, তখন প্রোডাকশনও ভালো লসে যায়।
এবার জানা গেল, নামকরা এই প্রোডাকশন তাদের একটি নতুন সিরিয়ালের হয়ে একটি কঠোর সিদ্ধান্ত নিল। সম্প্রতি স্টার জলসায় (Star Jalsha) এসেছে বেশ কয়েকটি নতুন মেগা। পাশাপাশি জি বাংলাতেও (Zee Bangla) বেশ কিছু নতুন মেগা এসেছে। কিছু নতুন মেগা বেশ ভালো টিআরপি এনে দিচ্ছে চ্যানেলকে। আবার কিছু নতুন মেগার জন্য মাত্র কিছু মাসেই বন্ধ হয়েছে চ্যানেলের চলতি মেগা।
ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশনের (Shree Venkatesh Films) স্টার জলসায় প্রচারিত ‘মা’ (Maa) ধারাবাহিকটি সর্বাধিক জনপ্রিয় হয়। এছাড়া বিভিন্ন মেগা দর্শকদের উপহার দিয়েছে এই প্রোডাকশন। জানা যাচ্ছে, এই প্রোডাকশনের একটি ধারাবাহিক চ্যানেলে চার মাস আগেই সম্প্রচার শুরু করেছিল। কিন্তু তারপরও টিআরপিতে ভালো ফল করতে পারেনি। আর তাই প্রোডাকশন হাউস নিল একটি কঠোর সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ পাঁচ বছর এগিয়ে যাচ্ছে গল্প! সন্ধ্যার কোল জুড়ে আসছে সন্তান! সন্ধ্যাতারায় দারুণ চমক
সান বাংলাতে (Sun Bangla) সম্প্রচারিত হচ্ছে ‘রূপসাগরে মনের মানুষ’ (Roopsagore Moner Manush)। ধারাবাহিকের শুরুতে এই সিরিয়ালের পরিচালক ছিলেন সুমিত বসু। কিন্তু পরে তিনি চলে যান, বদলে আসেন বিদ্যুৎ সাহা। এর আগে তিনি হৃদয়হরণ বিএ পাস্, যমুনা ঢাকি, মাধবীলতা ও সুন্দরী সিরিয়াল পরিচালনা করেছেন। কিন্তু বিদ্যুৎ সাহার এই মেগার টিআরপি কিছুতেই বাড়ছে না। তাই প্রোডাকশন এবার তাঁকে সরিয়ে পরিচালনার দায়িত্ব দিলেন নিপিন মান্নাকে। তবে কি এবার টিআরপি বাড়তে চলেছে?