শুভর কাছে মার খেয়ে আসল চোরের কথা জানিয়ে দিল কাজের লোক! ধুন্ধুমার পর্ব মিস করবেন না

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ (Subha Bibaho)। এই ধারাবাহিক বর্তমানে জলসা পর্দায় দুর্দান্ত স্কোর করে ছুটছে। অভিনেতা সুস্মিত মুখার্জী এবং অভিনেত্রী উষসী রায় অভিনীত এই ধারাবাহিকে রয়েছেন টলিউডের অন্যান্য কলাকুশলীরা। আর এবার ধারাবাহিকে মোড় ঘোরানো পর্ব
হাজির।

শুভ বিবাহ আজকের পর্ব ৯ ফেব্রুয়ারি (Subha Bibaho Today Episode 9th February)

স্টার জলসার শুভ বিবাহ ধারাবাহিকে বর্তমানে বিয়ের তোড়জোড়। আদৃতর বিয়ের পর বাড়িতে পরবর্তী বিয়ে ঋদ্ধির। আর এই বিয়ে নিয়ে মহা ধুমধাম। আদৃতর বউ হিসেবে বাড়িতে এসেছে শুভলক্ষ্মী যদিও তাঁকে এখনো পর্যন্ত মানতে পারেনি আদৃতর মা। তাই তিনি যেন তেন প্রকারেণ চেষ্টা করে চলেছেন শুভকে অপদস্ত করার জন্য।

Grihoprobesh today episode 7 february

এদিকে, ঠাম্মি শুভকে অত্যন্ত বিশ্বাস করেন। তাই পরিবারের দায়িত্ব তিনি শুভর হাতে তুলে দিয়েছেন। শুভর কাছেই ছিল বিয়ের হারটা। আর সেটাই কায়দা করে সরিয়ে নেওয়া হয়। শেষ মুহূর্তে যখন শুভর কাছ থেকে সবাই ওই হার চাইছে, তখন শুভ আলমারি খুলে বুঝতে পারে হারটা কোনভাবে চুরি হয়েছে।

শুভ বুঝতে পারে এবার সবাইকে সত্যিটা জানাতে হবে। শুধু তাই নয় যেভাবেই হোক ওই হার উদ্ধার করতে হবে। ‌আর তখন ‌দূরে দাঁড়িয়ে মজা দেখতে থাকে তিনি যিনি হারটি সরিয়েছিলেন। এরপর, বুদ্ধি খাটায় শুভ। প্রথমে ভেবেছিল সে ঠাম্মিকে জানাবে। কিন্তু তারপর সে ভাবে, হার উদ্ধার করার দায়িত্ব তাঁর।

আরও পড়ুনঃ দারুণ খবর! একবার ছোট পর্দায় ফিরছেন রুশা-ঋজু! নিশীথ-ঊষসীর নস্টালজিয়া ফিরছে

এছাড়াও শুভ ঘর থেকে একটা জামার বোতাম উদ্ধার করে। আর সেখান থেকেই তাঁর সন্দেহ হয়। শুভ বিশেষ কারণে কাজের লোককে ধরে। কারণ তিনি জানেন এই চুরিটা কে করেছে। শুভর হাতে মার খেয়ে কাজের লোক সমস্ত সত্যি স্বীকার করে। শেষ মুহূর্তে বাজিমাত করে শুভ।