‘আমিও ৮ মাসের প্রেগন্যান্সি নিয়ে ফাইনাল পরীক্ষায় বসে পাস করেছি, সেদিন অনেকে হাসলেও আজ তারা চুপ’! বাস্তবের গল্প তুলে ধরবে ‘তোমাদের রাণী’
বাংলা টেলিভিশনের পর্দায় এখন হরবখত নতুন নতুন ধারাবাহিক এসেই চলেছে। আজ একটি ধারাবাহিক শুরু হচ্ছে তো কাল টিআরপি না পেয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আবার সেই জায়গা দখল করতে চলে আসছে অন্য কোনও ধারাবাহিক।
বলা যায় এখন নতুন কোনও ধারাবাহিকের প্রমো দেখলেই দর্শকের মন আশঙ্কিত হয়ে পড়ে। এই হয়ত বন্ধ হয়ে গেল তাদের প্রিয় ধারাবাহিকটি। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে স্টার জলসার পর্দায় আসছে দু দুটি নতুন ধারাবাহিক। একটি ধারাবাহিক নিয়ে ফিরছেন বড় পর্দার পরিচিত মুখ ওম সাহানি। তার বিপরীতে রয়েছেন নবাগতা অভিনেত্রী মৌমিতা সরকার।যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের পরবর্তী প্রোজেক্ট ‘Love বিয়ে আজ কাল’-এ আসছে এই জুটি।
আর এরই মধ্যে আসন্ন আরও একটি ধারাবাহিকের প্রমো সম্প্রচারিত হয়ে গেল। যেখানে এক আসন্ন মায়ের কঠিন জীবন যুদ্ধের কাহিনী তুলে ধরা হবে। এই ধারাবাহিকের গল্প হতে চলেছে একজন হবু মায়ের নিজের স্বপ্নপূরণের গল্প। নতুন জীবন সংগ্রামের গল্প। আসলে প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে নতুন গল্প, নতুন সমস্যা। কেউই অন্যের সমস্যা বা সংগ্রামটা উপলব্ধি করতে পারেননা। আর সেইরকমই গল্পের ‘রানী’ তার জীবনের এক নতুন সংগ্রাম তুলে ধরবে পর্দায়।
একজন হবু মায়ের নিজের স্বামীর বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছা পূরণের গল্প বলবে এই ধারাবাহিক। স্টার জলসার পর্দায় আসছে ধারাবাহিক ‘তোমাদের রানী’। এই গল্প হতে চলেছে একটি মেয়ের অনুপ্রেরণার গল্প। আজকাল অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বহু মেয়ে বিয়ের পরের দিনই পরীক্ষা দিচ্ছে। বা কেউ বিয়ে করতে যাওয়ার আগে বধূ বেশেই পরীক্ষা দিতে যাচ্ছে। আবার কেউ কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় পরীক্ষা দিচ্ছে।
তবে সব ক্ষেত্রেই কি মেয়েদের এই লড়াইয়ে তার পরিবার পাশে থাকে?
এই প্রশ্নের জবাবে বলতে হয় কিছু কিছুজনের অবশ্যই থাকে। আবার অনেকেরই থাকে না। এই গল্প রানীর মধ্যে দিয়ে আরও অনেক রানীর গল্প বলবে। কিছু বাস্তব রানীকে সাহস যোগাবে। এই আসন্ন ধারাবাহিকটির প্রোমো প্রকাশ পেয়েছে স্টার জলসার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে প্রোমোতে দেখা যাচ্ছে গল্পের নায়িকা রানী অন্তঃসত্ত্বা। নিজের স্বামীর উপেক্ষা, বারণ সত্ত্বেও সে মেডিকেলে ভর্তি হওয়ার পরীক্ষা দিতে এসেছে। তার স্বামী তাকে বলে সে পারবেনা, পরীক্ষা দিতে গিয়েও সে সেখানে অনেকের বাঁকা হাসির মুখে পরে। কিন্তু অবশেষে মেডিকেলে চান্স পেয়ে নিজের স্বামীর মুখে ঝামা ঘষে দেয় রানী।
কবে থেকে কোন স্লটে আসছে এই ধারাবাহিক?
যদিও কবে থেকে এই ধারাবাহিক আসছে বা কোন স্লটে আসছে তা এখনও জানা যায়নি। এই প্রমো দেখে এক নেটিজেন লিখেছেন, ‘আমি নিজেও একদিন আটমাসের প্রেগন্যানসি নিয়ে বি এ ফাইনাল পরীক্ষায় বসেছিলাম আর ৫৬শতাংশ নম্বর পেয়েও পাস করেছিলাম। সেদিন অনেকেই হেসেছিল। তবে আজ তাদের মুখ বন্ধ। কিন্তু সেই লড়াইয়ে আমার মা আর স্বামী বিরাট সাপোর্ট ছিল সেইসময়।’