অবশেষে সুখবর! অগ্নিসাক্ষী করে মন্দিরেই বিবাহ সম্পন্ন হবে দুর্জয় ও রানীর

স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘তোমাদের রাণী’। এই সপ্তাহের টিআরপি বলছে, শুরু থেকেই প্রথম পাঁচে এই মেগা প্রোমো সামনে আসার পর থেকেই চর্চার কেন্দ্রে এই ধারাবাহিক। তবে সম্প্রতি এই সিরিয়ালে বিষয়বস্তু দেখে অনেকের চোখ কপালে।

নিউ এজ রোম্যান্স। যা দেখলে বা শুনলেই নাক কোঁচকায় সিরিয়ালপ্রেমীদের অধিকাংশ। আর তা নিয়েই এই ধারাবাহিকের গল্প। সম্প্রতি তাঁদের বাড়িতে চলছে বিয়ের আবহ। প্রাক্তন প্রেমিকাকে দেখে মেজাজ হারিয়ে নেশায় ডুব দেয় দুর্জয়। এরপর সকলের চোখ এড়িয়ে অন্তরঙ্গ হয় রানীর সঙ্গে। নেশার ঘোরেই রানীর সঙ্গে স্থাপিত হয় শারীরিক সম্পর্ক। যার জন্য রানীকেই দোষারোপ করে দুর্জয়ের মা।

শেষ এপিসোডে দেখা গেছে, দুর্জয়ের বন্ধু রীতম দুর্জয়কে এসে বলছে মাথা গরম না করলে হয়তো দুর্জয় রানীর প্রতি অনুভূতি আসবে। অন্যদিকে রানীর মেজ বৌদি তাকে বলছে, রানী ও দুর্জয়ের অগ্নিসাক্ষী করে এক মন্দিরে বিবাহ সম্পন্ন হবে।

বিয়ের আগেই এই শারীরিক সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়বে রাণী। তারপরও তার চোখে জ্বলজ্বল করবে ডাক্তার হওয়ার স্বপ্ন। কিন্তু ডাক্তার হতে অনেক কাঠখোর পোহাতে হবে তাঁকে। গল্পের ট্র্যাক শুরু থেকেই স্পষ্ট। তবে দর্শকদের ধারণা গল্পে রোম্যান্স আরেকটু জমজমাট হওয়ার দরকার ছিল অন্তরঙ্গ হওয়ার আগে। উল্লেখ্য, ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নবাগাতা অভিকা মালাকার এবং অর্কপ্রভ রায়।

You cannot copy content of this page