ওম-মৌমিতার ‘Love বিয়ে আজ কাল’ শুরু হচ্ছে কবে থেকে? কার স্লট কেড়ে নিয়ে আসছে এই প্রেমের সিরিয়াল?

প্রোমো প্রকাশ্যে আসতেই কার্যত হইচই পড়ে গেছে যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিককে ঘিরে। একেবারে আদ্যপ্রান্ত একটি প্রেমের গল্প আসতে চলেছে এই ধারাবাহিকে। মন ফাগুন পরবর্তী জলসার পর্দায় এইরকম প্রেমের গল্প আর দেখা যায়নি। আর সেই জন্যই এই ধারাবাহিককে নিয়ে দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা রয়েছে।

আর এই ধারাবাহিককে ঘিরে রয়েছে বিশেষ চমক‌ও। বড় পর্দা থেকে এবার একজন নায়ক আসছেন এই ধারাবাহিকে ছোট পর্দা কাঁপাতে। জলসার পর্দায় আসছেন তিনি। সঙ্গে নবাগতা এক অভিনেত্রী। নবাগতা এই অভিনেত্রী কিন্তু মডেলিং দুনিয়ার বেশ পরিচিত মুখ। স্টার জলসার পর্দায় যিশু সেনগুপ্তর প্রোডাকশন হাউজের তরফে নতুন ধারাবাহিক আসছে এই খবর বহুদিন আগেই জানা গিয়েছিল।

প্রোমো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিশাল ভাবে হিট হয়েছে এই ধারাবাহিকের প্রোমো। বাংলা ছবির পরিচিত মুখ ওম সাহানি। দীর্ঘ ১৩ বছর পার করে এবার তিনিই ফিরছেন টেলিভিশনে দুনিয়ায়। যথারীতি এই নায়ককে টেলিভিশনের পর্দায় দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। একই সঙ্গে মারাত্মকভাবে খুশি এবং উত্তেজিত তারা।

উল্লেখ্য, আজ থেকে প্রায় ১৩ বছর আগে ‘আলোর বাসা’ একটি বাংলা ধারাবাহিকের অভিনয় করেছিলেন ওম। রূপসী বাংলায় সম্প্রচার হত সেই ধারাবাহিকটি। এবার প্রায় এক দশক পেরিয়ে আবারও ধারাবাহিকের দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। ওমের বিপরীতে অভিনয় করছেন মডেলিং দুনিয়ায় অন্যতম পরিচিত মুখ এবং অভিনয় দুনিয়ায় সদ্য পা রাখা মৌমিতা সরকার। ‘অগ্নি ২’, ‘হিরো ৪২০’, ‘প্রেম কি বুঝিনি’, ‘তুই শুধু আমার’, ‘হুল্লোড়’-এর মতো ছবিতে কাজ করেছেন ওম। তার মতো একজন নায়ককে ধারাবাহিকের পর্দায় দেখার জন্য ব্যাপক উত্তেজিত বঙ্গদর্শককূল।

কবে থেকে কোন স্লটে আসছে ধারাবাহিক?

উল্লেখ্য, এই বিষয়ে জানা গেছে, যে এই মুহূর্তে জলসার পর্দায় প্রাইম টাইমে চলা ধারাবাহিকগুলি কোনটাই খুব ভালো অবস্থায় নেই। আর তাই এই ধারাবাহিকটিকে প্রাইম টাইমে অর্থাৎ ৮.৩০র স্লটে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এমনটাও শোনা যাচ্ছে যে হয়ত বন্ধ করে দেওয়া হবে ধারাবাহিক পঞ্চমী। কারণ এই ধারাবাহিকটির টিআরপি খুবই খারাপ। উল্লেখ্য, আগামী ২১ অথবা ২৮শে অগাস্ট থেকে শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিকটি।

You cannot copy content of this page