খুনির হাত থেকে সূর্যকে রক্ষা করে অসুস্থ হয়ে পড়ল দীপা! চমক দেওয়া পর্ব ফাঁস

বর্তমানে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যতগুলি ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। উল্লেখ্য, এই ধারাবাহিকটি দর্শকদের ভালোবাসায় একটা সময় টিআরপি শ্রেষ্ঠ ধারাবাহিক হয়ে উঠেছিল। কিন্তু পরবর্তীতে গল্পের একঘেয়েমির কারণে টিআরপি তালিকার প্রথম স্থান থেকে নেমে গেছে এই ধারাবাহিকটি।

এই ধারাবাহিকের মূল গল্প ছিল সূর্য আর দীপার ভালোবাসা। কিন্তু পরবর্তীতে নায়ক-নায়িকা জুটির মধ্যে খারাপ সম্পর্ক দেখানোর কারণে এই ধারাবাহিকটি টিআরপিতে ক্রমশ‌ই নিম্নমুখী হয়ে পড়েছে। যদিও গল্পে টুইস্টের কোনরকম অভাব রাখতে চাইছেন না পরিচালক।

এই মুহূর্তে এই ধারাবাহিটির অন্যতম প্রধান আকর্ষণ সোনা এবং রূপা। মূলত তাদের জন্মকে কেন্দ্র করেই এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়ে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে গল্পে আসতে চলেছে বিরাট পরিবর্তন। হয়ত সম্পর্ক ভালো হয়ে যেতে পারে সূর্য-দীপার।

এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে, সোনা এবং রূপাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যায় সূর্য। আর যাওয়ার আগে সে লাবন্যকে ফোন করে দীপার কাছে চলে আসতে বলে। এবার সূর্যের ফোন পেয়ে লাবণ্য, প্রবীর এবং জয় বেরিয়ে পড়ে দীপার কাছে আসার জন্য। বাড়ি ফিরে আসার পর মালিকে দেখে সন্দেহ জাগে সোনা-রূপার মনে।

অন্যদিকে নিজের দুই সন্তানের জন্য মন কেঁপে ওঠে দীপার। সূর্যর কাছে ফোন করে সূর্যকে না পেয়ে আরও বেশি অস্থির হয়ে ওঠে দীপা। কারণ সে যে মা। বিপদ আগে থেকেই আঁচ করতে পেরেছিল সে। দীপা কারর কথা না শুনে সেখান থেকে সোনা- রূপার কাছে আসার জন্য বেরিয়ে পড়ে।

দীপা কি পারবে সোনা রূপা ও সূর্যকে বাঁচাতে?

এরপর মালি সূর্য না থাকলে সোনা-রূপাকে বাইরে আনার চেষ্টা করতে থাকে। তারা দরজা খুলে দিতেই সঙ্গে সঙ্গে তাদের দু’জনকে বাড়ির বাইরে নিয়ে চলে আসে সেই মালি। এরপর তাদেরকে নিয়ে যেতে গেলেই লাঠি দিয়ে তাদের মাথায় আঘাত করে দীপা।

দীপার এই বিপদের দিনে কি করবে সূর্য?

এরপর সূর্য এসে দেখে সোনা-রূপাকে বাঁচানোর চেষ্টা করছে দীপা। এরপর সেই সেই খুনির হাত থেকে সোনা-রূপাকে ছাড়াতে গেলে ফেঁসে যায় সূর্য। সেই মালি ছুরি বার করে সূর্যের গলার সামনে ধরে যা দেখে ভয় পেয়ে যায় দীপা। কিন্তু নিজের সাহস এবং উপস্থিত বুদ্ধির জোড়ে সূর্যকে অসুস্থ শরীরেই বাঁচিয়ে দেয় দীপা। কিন্তু তারপরেই অসুস্থ হয়ে সূর্যর কোলে ঢলে পড়ে সে! সূর্য কি পারবে দীপাকে এই চরম বিপদের হাত থেকে রক্ষা করতে?

You cannot copy content of this page